ভাল আছেন কবি জয় গোস্বামী। ছবি: ইনস্টাগ্রাম।
ভাল আছেন কবি জয় গোস্বামী। প্রস্রাবের সমস্যা নিয়ে দিন কয়েক আগে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। কবির কন্যা বুকুন আনন্দবাজার ডট কম-কে বলেছেন, “জয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। ভাল আছেন তিনি। চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন।”
কী কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল কবিকে? প্রশ্নের জবাবে বুকুন জানান, বেশ কয়েক দিন ধরে প্রস্রাব হচ্ছিল না জয় গোস্বামীর। প্রথম দিকে এড়িয়ে গেলেও পরে চিকিৎসকের কাছে যেতে হয় তাঁকে। গৃহচিকিৎসক শঙ্করপ্রসাদ ভট্টাচার্যের অধীনেই চিকিৎসা চলছিল তাঁর। অবস্থার পরিবর্তন না হওয়ায় চিকিৎসক ভট্টাচার্যের পরামর্শেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় কবিকে।
সেখানেও প্রাথমিক পর্যবেক্ষণে রাখার পর চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন, অস্ত্রোপচার করতে হবে। কবির পরিবারকে তাঁরা এ-ও জানান, প্রয়োজনে একাধিক ছোট অস্ত্রোপচার করতে হতে পারে। আশ্বস্ত করেন, প্রসাব আটকে যাওয়া পুরুষদের বয়সজনিত একটি সমস্যা। ভয়ের কিছু নেই। হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ মেনেই মোট তিনটি ছোট অস্ত্রোপচার হয় কবির।
আগামী চিকিৎসাপদ্ধতি নিয়ে কী বলছেন চিকিৎসকেরা? বুকুনের কথায়, “ওঁরা নির্দিষ্ট ওষুধ দিয়েছেন। স্বাভাবিক ভাবেই জয় একটু দুর্বল। তার মধ্যে একটু-আধটু লেখালিখি করছেন। অস্ত্রোপচারের আগের দিন পর্যন্ত লেখালিখি করেছেন। চিকিৎসকেরা আশ্বস্ত করেছেন, দ্রুত আগের মতো সুস্থ-স্বাভাবিক হয়ে উঠবেন জয়। ভয়ের কিছু নেই।”