Karishma Kapoor Ex Husband Death

স্বামী সঞ্জয়কে সদ্য হারিয়েছেন প্রিয়া, সতীন করিশ্মার সঙ্গে কেমন সম্পর্ক অভিনেত্রীর?

স়ঞ্জয়ের মৃত্যুর খবর পাওয়ার পর শেষ বার দেখতেও আসেননি প্রথম স্ত্রী। দ্বিতীয় স্ত্রী করিশ্মা অবশ্য উপস্থিত ছিলেন সব অনুষ্ঠানেই। তৃতীয় স্ত্রী প্রিয়ার সঙ্গে কেমন সম্পর্ক তাঁর?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৭:২৭
Share:

করিশ্মা-প্রিয়ার সম্পর্ক কেমন? ছবি: সংগৃহীত।

রবিবার দিল্লিতে স্মরণসভা ছিল শিল্পপতি সঞ্জয় কপূরের। ১২ জুন লন্ডনে পোলো খেলতে গিয়ে মৃত্যু হয় শিল্পপতির। তাঁর শেষকৃত্যে হাজির ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী করিশ্মা কপূর ও দুই সন্তান সামাইরা ও কিয়ান। তেমনই ছিলেন বর্তমান স্ত্রী প্রিয়া কপূর ও তাঁর দুই সন্তান। সঞ্জয়ের তিনটি বিবাহ। দুই স্ত্রী উপস্থিত থাকলেও দেখা যায়নি প্রথম স্ত্রী নন্দিতা মাহতানিকে। তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই মুখ দেখাদেখি ছিল না। স়ঞ্জয়ের মৃত্যুর খবর পাওয়ার পর শেষ বার দেখতেও আসেননি তিনি। করিশ্মা উপস্থিত ছিলেন সব অনুষ্ঠানেই।

Advertisement

সঞ্জয়ের প্রথম সন্তান সামাইরা, করিশ্মার কন্যা। তার পর ২০১০ সালে তাঁদের পুত্রসন্তান কিয়ানের জন্ম হয়। তার ছয় বছরে মাথায় আইনি বিচ্ছেদ হয় করিশ্মা-সঞ্জয়ের। মডেল-অভিনেত্রী প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়। বিয়ের বছরখানেকের মাথায় ২০১৭ সালে তাঁদের পুত্রসন্তানের জন্ম হয়। এ ছাড়াও প্রিয়ার আগের পক্ষের এক কন্যাসন্তান রয়েছে, সঞ্জয় তাকেও দত্তক নিয়েছেন। করিশ্মার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও অভিনেত্রীর দুই সন্তানের সঙ্গে সময় কাটাতেন প্রিয়া। বিভিন্ন সময় ছবিও তিনি পোস্ট করেছেন সমাজমাধ্যমে। করিশ্মার দুই সন্তানকে সঙ্গে নিয়ে ছুটিতে কাটাতে গিয়েছেন প্রিয়া। এমনকি কিয়ানকে ‘চোখের তারা’ বলে সম্বোধনও করেছেন।

সঞ্জয়ের শেষকৃত্যে প্রিয়াকে সান্ত্বনা দিতে দেখা গিয়েছে করিশ্মাকে। স্মরণসভায় প্রিয়ার পিছনে দাঁড়িয়ে ছিলেন তিনি। সতীন হলেও আপাতদৃষ্টিতে তাঁদের সম্পর্কে কোনও তিক্ততা নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement