Rajkumar Rao

প্রথম ছবিতেই নগ্ন দৃশ্যে অভিনয়! কী অবস্থা হয়েছিল রাজকুমার রাওয়ের?

সাল ২০১০। ওই ছবিরপরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায় রাজকুমারকে ডেকে বলেছিলেন, “ছবিতে একটি দৃশ্য আছে যেখানে তোমাকে পুরোপুরি নগ্ন হতে হবে।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ ১৬:৪৮
Share:

রাজকুমার রাও।

‘লাভ সেক্স অউর ধোঁকা’ দিয়েই বলিউডে হাতেখড়ি হয়েছিল অভিনেতা রাজকুমার রাও-এর। আর সেই ছবিতেই নাকি তাঁকে করতে হয়েছিল ‘ন্যুড সিন’!

Advertisement

সাল ২০১০। ওই ছবিরপরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায় রাজকুমারকে ডেকে বলেছিলেন, “ছবিতে একটি দৃশ্য আছে যেখানে তোমাকে পুরোপুরি নগ্ন হতে হবে।”

প্রথমটায় কিছুটা হকচকিয়ে গেলেও দিবাকরকে রাজকুমার জানিয়েছিলেন তিনি অভিনেতা, তাই যে কোনও দৃশ্যে অভিনয়েই আপত্তি নেই তাঁর।

Advertisement

কিছুটা দ্বিধায় ছিলেন বাবা-মাকে নিয়ে। তাঁদের প্রতিক্রিয়া কী হবে সেটা ঠাওর করতে পারছিলেননা ‘নিউটন’। বেশি কিছু না ভেবে বাবা-মাকে সটান জানিয়ে দিলেন, ‘মুঝে নাঙ্গা হোনা পড়েগা’। ‘সে কী!’ বলে যেই তাঁরা আঁতকে উঠতে যাবেন, এমন সময়েই রাজকুমার জানান,ফ্রন্টাল ন্যুডিটি নয়, শুধুমাত্র পশ্চাদ্দেশই দেখা যাবে,তা-ও তা সিনেমার প্রয়োজনে।

আরও পড়ুন- ঐশ্বর্যার ম্যানেজারের গায়ে ভয়াবহ আগুন, ঝুঁকি নিয়ে রক্ষা করলেন শাহরুখ

আরও পড়ুন-‘অন্তঃসত্ত্বা! কিন্তু তোমার স্বামী কোথায়?’ ট্রোলের সম্মুখীন কল্কি

সেই কথা শুনে আর আপত্তি করেননি বাবা-মা। রাজকুমারও নিশ্চিন্ত হয়ে শুরু করেছিলেন ছবির শুটিং।

পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে পাশ করেন রাজকুমার। অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই। ‘লাভ সেক্স অউর ধোঁকা’ বক্স অফিসে হিট না করলেও ‘কাই পো চে’-র পর থেকে তাঁর কাছে একের পর এক ছবির অফার আসতে থাকে। ‘কুইন’, ‘সিটিলাইট’, ‘বরেলি কি বরফি’... রাজকুমার আর রাজকুমার নেই, আজ তিনি সম্রাট!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement