কী ভাবে গৌরীর প্রেমে পড়লেন শাহরুখ?

দিনটা ছিল ১৯৯১-এর ২৫ অক্টোবর। বিয়ে করেছিলেন তাঁরা। তাঁরা অর্থাত্ শাহরুখ খান এবং গৌরী ছাবড়ে। তখন তারকা নন, বরং নেহাতই এক স্ট্রাগলিং অ্যাক্টর শাহরুখ। আর গৌরীও লাইমলাইটের কোথাও নেই। কিন্তু আজ ২৫ বছর পরে বদলে গিয়েছে ছবিটা।

Advertisement
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৬ ১১:০৩
Share:

দিনটা ছিল ১৯৯১-এর ২৫ অক্টোবর। বিয়ে করেছিলেন তাঁরা। তাঁরা অর্থাত্ শাহরুখ খান এবং গৌরী ছাবড়ে। তখন তারকা নন, বরং নেহাতই এক স্ট্রাগলিং অ্যাক্টর শাহরুখ। আর গৌরীও লাইমলাইটের কোথাও নেই। কিন্তু আজ ২৫ বছর পরে বদলে গিয়েছে ছবিটা। বলি টাউনের এই প্রথম সারির কাপল এখন যাবতীয় ফোকাস কেড়ে নিয়েছেন। পাশাপাশি তাঁদের প্রেমকাহিনিও এখন শিরোনামে।

Advertisement

আরও পড়ুন, এই সব দেখলেই ভয়ে সিঁটিয়ে যান বলি-সেলেবরা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement