দশ বছরে পা দিল রেড রোড কার্নিভাল। নিজস্ব চিত্র।
এ বছরেও বর্ণময় দুর্গাপুজোর বিসর্জনের শোভাযাত্রা। আকাশ মেঘলা থাকলেও, এ বছরেও বিনোদন দুনিয়ার
উপস্থিতি নজরকাড়া। এই দিন টিপটিপ বৃষ্টি মাথায় নিয়েই উপস্থিত হন মুখ্যমন্ত্রী। রুপোলি পর্দা থেকে এ বছরের নায়ক থেকে খলনায়ক, নায়িকা—প্রত্যেকে
দেবী প্রতিমাকে বিদায় জানাতে উপস্থিত। তারকাদের জৌলুসে
যথারীতি ঝলমলে রাজ্য সরকারের রেড রোড কার্নিভাল।
ডোনার নাচ দিয়ে শুরু অনুষ্ঠান।
অনুষ্ঠানে তাঁর নৃত্যপ্রশিক্ষণ কেন্দ্র ‘দীক্ষা মঞ্জরী’র শিক্ষার্থীদের নিয়ে যোগ দেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী এবং ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁর নাচ দিয়েই সূচনা হয় অনুষ্ঠানের। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা গানে নৃত্যপরিবেশন করেন তাঁরা।
তারকাখচিত মঞ্চ।
মুখ্যমন্ত্রীর সঙ্গে এই দিন মঞ্চে উপস্থিত ছিলেন তারকা রাজনীতিবিদরা। তাঁদের মধ্যে ছিলেন জুন মাল্য, লাভলি মৈত্র, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শ্রীতমা ভট্টাচার্যরা। এ ছাড়াও রয়েছেন ভরত কল, সৌমীতৃষা কুণ্ডু, রাজা গোস্বামী, রিমঝিম মিত্র, পায়েল দেব, দিব্যজ্যোতি দত্ত আরও অনেকে।
নৃত্যে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়।
ছোটপর্দার অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ও তাঁর দলের সঙ্গে কার্নিভালে নাচেন এই দিন। উপস্থিত এই বছরের ‘মুনির আলম’ তথা অঙ্কুশ হাজরাও। সন্ধে বাড়তে উপস্থিত হন ঐন্দ্রিলা সেন, সোহম চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, রিয়া সেন, রাইমা সেন, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বড়পর্দার ‘দেবী চৌধুরাণী’র মতো বাস্তবেও এ দিন আগে ছবির নায়িকা শ্রাবন্তী উপস্থিত হন। লাল বেনারসীতে অপরূপা তিনি। কিছু ক্ষণ পরে দেখা যায় ‘ভবানী পাঠক’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি ঘিয়েরঙা পাঞ্জাবি আর একই রঙের ধোতি প্যান্টে ঝকঝকে।
বডিগার্ড পুলিশ লাইন্সের পুজোর ট্যাবলোর সঙ্গে নাচেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় । শ্রাবন্তীর সঙ্গে বলিউডের প্রাক্তন অভিনেত্রী মিনাক্ষী শেষাদ্রীও নাচেন।
নৃত্য পরিবেশন করলেন অপরাজিতা।
বাংলার দুর্গাপুজো বিশ্বের দরবারেও প্রশংসিত। ২০১৬-য় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা এবং উদ্যোগে দেবী দুর্গার বিসর্জনের এই বিশেষ শোভাযাত্রার আয়োজন। কোভিড অতিমারির জন্য এক বছর বন্ধ থাকায় কার্নিভাল এ বার ন’বছরে পড়ল। খবর, এ বছর ১১৩টি পুজো কমিটি বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দেয়।