অমিতাভের ‘গডফাদার’ ছিলেন হৃষিকেশ মুখোপাধ্যায়?

বলিউডে অমিতাভ বচ্চনেরও গডফাদার ছিলেন! শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি। বিগ-বি স্বয়ং এ কথা স্বীকার করেছেন। আর সেই গডফাদারের নাম হৃষিকেশ মুখোপাধ্যায়। ‘আনন্দ’ থেকে শুরু করে ‘চুপকে চুপকে’— হৃষিকেশ মুখোপাধ্যায়ের ন’টি ছবিতে অভিনয় করেছেন অমিতাভ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

বলিউডে অমিতাভ বচ্চনেরও গডফাদার ছিলেন! শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি। বিগ-বি স্বয়ং এ কথা স্বীকার করেছেন। আর সেই গডফাদারের নাম হৃষিকেশ মুখোপাধ্যায়। ‘আনন্দ’ থেকে শুরু করে ‘চুপকে চুপকে’— হৃষিকেশ মুখোপাধ্যায়ের ন’টি ছবিতে অভিনয় করেছেন অমিতাভ। পরিচালকের নবম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে অমিতাভ জানালেন, ‘‘হৃষিদা ছিলেন আমাদের গডফাদার। যে ধরনের ছবি উনি বানাতেন, তেমন ছবি এখন আর কেউ করেন না। খুব মিস করি সেই সব ছবিগুলো।’’ হৃষিকেশ-অমিতাভ জুটির একের পর এক হিট ছবি এক সময়ে বলিউডে সাড়া ফেলেছিল। ‘মিলি’, ‘জুরমানা’, ‘নমক হারাম’-এর মতো ছবিতে একেবারে আটপৌরে ভূমিকায় দেখা গিয়েছিল বিগ-বি’কে। অনবদ্য গল্প, চিত্রনাট্য আর পরিচালকের হাতযশে এক অন্য অমিতাভ বচ্চনকে পেয়েছিলেন দর্শকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement