‘মহেঞ্জোদারো’র প্রোমোশনে হৃতিক-পূজা

ট্রেলার রিলিজের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। কিন্তু তাতে এতটুকুও না দমে জোর কদমে ‘মহেঞ্জোদারো’র প্রোমোশন শুরু করে দিলেন হৃতিক রোশন এবং পূজা হেগড়ে। সঙ্গে ছিলেন পরিচালক আশুতোষ গোয়ারিকর এবং সঙ্গীত পরিচালক এ আর রহমান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৬ ১০:৫৬
Share:

ছবির প্রচারে হৃতিক-পূজা।

ট্রেলার রিলিজের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। কিন্তু তাতে এতটুকুও না দমে জোর কদমে ‘মহেঞ্জোদারো’র প্রোমোশন শুরু করে দিলেন হৃতিক রোশন এবং পূজা হেগড়ে। সঙ্গে ছিলেন পরিচালক আশুতোষ গোয়ারিকর এবং সঙ্গীত পরিচালক এ আর রহমান। ‘মহেঞ্জোদারো’ মুক্তি পেতে চলেছে আগামী ১২ অগস্ট। ঊনষাটতম লোকার্নো চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখানো হবে। মিডিয়ার সামনে পূজাকে পরিচয় করিয়ে দিলেন হৃতিক।

Advertisement

‘মহেঞ্জোদারো’ দিয়ে বলিউডে ডেবিউ করছেন পূজা। প্রোমোশনে এসে নায়িকা বলেন, “হৃতিকের মতো সুপারস্টারের সঙ্গে প্রথম কাজ করতে পারাটা আমার কাছে সৌভাগ্যের। ভুজ শহরে থেকে যখন দিনের পর দিন আমরা শুটিং করেছি, তখন হৃতিক বন্ধুর মতো সাপোর্ট করেছে। আমায় আরও ভাল কাজ করতে উদ্বুদ্ধ করেছে।”

আরও পড়ুন:
হৃতিকের পরবর্তী ছ’টি ছবির স্যাটেলাইট সত্ত্ব বিক্রি হল ৫৫০ কোটি টাকায়!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement