হঠাৎই ছেলেদের নিয়ে বেপাত্তা হলেন হৃতিক, গেলেন কোথায়?

‘মহেঞ্জ দারো’ আর ‘কাবিল’-এর শুটিংয়ের মাঝে এখন একটু ঝাড়া হাত পা হৃতিক। এ দিকে দুই ছেলে রেহান আর রিদানের স্কুলেও এখন ছুটি চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৬ ১৪:২৭
Share:

‘মহেঞ্জ দারো’ আর ‘কাবিল’-এর শুটিংয়ের মাঝে এখন একটু ঝাড়া হাত পা হৃতিক। এ দিকে দুই ছেলে রেহান আর রিদানের স্কুলেও এখন ছুটি চলছে। এরই ফাঁকে হঠাৎই ছেলেদের নিয়ে বেমালুম হাওয়া হয়ে গেলেন নায়ক। কিন্তু গেলেন কোথায়? আসলে ছেলেদের নিয়ে একটু কোয়ালিটি টাইম কাটাতে সুদূর আফ্রিকার জঙ্গলে পাড়ি দিয়েছেন মিস্টার রোশন।

Advertisement

শর্ট ট্রিপে বেরিয়ে প্রথমেই তিন মূর্তি গিয়েছিলেন স্পেন। সেখান থেকে সোজা উড়ে গেলেন সিংহদের ডেরায়। তবে সিংহদের সামনে না, তিন ভালুকের সামনে দুই ছেলের সঙ্গে সেলফিতে মজলেন হৃতিক। সূত্রের খবর, ছুটি কাটিয়ে জুলাইয়ের মাঝামাঝি দেশে ফিরে ফের ‘কাবালি’র শুটিং শুরু করবেন হৃতিক।

আরও পড়ুন: নিউইয়র্কে বিশেষ মুহূর্তে ধরা পড়লেন ঐশ্বর্যা-আরাধ্য!

Advertisement

ঘোরার ফাঁকে দুই ছেলের সঙ্গে খেলতে ব্যস্ত হৃতিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement