সাইবার অপরাধ দমন শাখায় কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ হৃতিকের!!

হৃতিক রোশন-কঙ্গনা রানাউতের লড়াই এ বার বোধহয় ক্লাইম্যাক্সে পৌঁছল। কিছু দিন আগেই মুম্বই পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় হৃতিক অভিযোগ করেছিলেন, তাঁর নামে কেউ ভুয়ো ই-মেল অ্যাকাউন্ট খুলে কঙ্গনা-সহ অনেককে ই-মেল করেছেন। এতে কঙ্গনা প্রশ্ন তোলেন, গত দু’বছর ধরে এই বিষয়ে কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৬ ১০:৪০
Share:

হৃতিক রোশন-কঙ্গনা রানাউতের লড়াই এ বার বোধহয় ক্লাইম্যাক্সে পৌঁছল। কিছু দিন আগেই মুম্বই পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় হৃতিক অভিযোগ করেছিলেন, তাঁর নামে কেউ ভুয়ো ই-মেল অ্যাকাউন্ট খুলে কঙ্গনা-সহ অনেককে ই-মেল করেছেন। এতে কঙ্গনা প্রশ্ন তোলেন, গত দু’বছর ধরে এই বিষয়ে কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন? তদন্তে পুলিশের গাফিলতির অভিযোগও তোলেন তিনি। এ প্রসঙ্গে তখন হৃতিকের আইনজীবী জানান, সত্যি-মিথ্যের বিচার আদালতেই হবে।
খুব সম্প্রতি মুম্বই পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিয়েছেন হৃতিক। একটি মিডিয়া রিপোর্টের দাবি, কঙ্গনার পাঠানো বেশ কিছু ই-মেলের কপি (যে গুলি অত্যন্ত ব্যক্তিগত এব‌ং বিতর্কিত) পুলিশের কাছে জমা দিয়েছেন হৃতিক। বলিউড নায়কের ঘনিষ্ঠ মহলের মতে, এই নথি হৃতিকের ‘সেরা তুরুপের তাস’, যা অবশ্যই বেকায়দায় ফেলবে কঙ্গনা রানাউতকে। যদিও মুম্বই পুলিশের সাইবার অপরাধ দমন শাখা অফিসাররা এ বিষয়ে মুখ খুলতে চাননি। অতএব, পরিস্থিতি যে মোটেই সুবিধের নয় সেটুকু আন্দাজ করা যেতেই পারে। তদন্তের রিপোর্ট না জানা পর্যন্ত এখনই কিছু বলা মুশকিল হলেও বলিউড নায়কের ঘনিষ্ঠ মহলের দাবি, কঙ্গনার দীর্ঘদিন ধরে চলা ঝামেলা এ বার ক্লাইম্যাক্সে পৌঁছল।

Advertisement

আরও পড়ুন...
কঙ্গনার নতুন ‘বিএফএফ’ কি রণবীর?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement