Entertainment News

ইমানের সঙ্গে নাচতে চান হৃতিক

তিনি কতটা দক্ষ অভিনেতা সে প্রশ্ন কারও মনে উঠলেও উঠতে পারে। কিন্তু বলিউডে তাঁর নাচের পারফরম্যান্স প্রশ্নাতীত। সে ফিল্মেই হোক বা কোনও অনুষ্ঠানে। তিনি হৃতিক রোশন। নায়ক এ বার নাচতে চান বিশ্বের সবচেয়ে স্থূল মহিলা মিশরীয় যুবতী ইমান আহমেদ আবদুলাতির সঙ্গে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৪৫
Share:

তিনি কতটা দক্ষ অভিনেতা সে প্রশ্ন কারও মনে উঠলেও উঠতে পারে। কিন্তু বলিউডে তাঁর নাচের পারফরম্যান্স প্রশ্নাতীত। সে ফিল্মেই হোক বা কোনও অনুষ্ঠানে। তিনি হৃতিক রোশন। নায়ক এ বার নাচতে চান বিশ্বের সবচেয়ে স্থূল মহিলা মিশরীয় যুবতী ইমান আহমেদ আবদুলাতির সঙ্গে। ইমান আপাতত চিকিত্সার জন্য ভারতে রয়েছেন।

Advertisement

আরও পড়ুন, আব্রামকে নিয়ে লং ড্রাইভে গেলেন শাহরুখ

বিষয়টা একটু খুলে বলা যাক। ইমানের ওজন প্রায় ৫০০ কেজি। অতিরিক্ত ভারী চেহারার জন্য বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে তাঁর। সেই কারণে ওজন খানিকটা কমানোর জন্য চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন ইমানের বাড়ির লোকজন। মিশরের চিকিৎসক মুফাজ্জল লাকদাওয়ালার অধীনে গত তিন মাস ধরে তাঁর চিকিৎসা চলেছে। লাকদাওয়ালা এবং তাঁর চিকিৎসক দলের তত্ত্বাবধানে ছিলেন তিনি। তাঁরাই ইমানকে মিশরের আলেকজান্দ্রিয়া থেকে মুম্বই আনার সমস্ত ব্যবস্থা করেছেন। চলতি মাসেই ভারতে এসে পৌঁছেছেন ইমান। আপাতত কয়েক মাস চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পর তাঁর অস্ত্রোপচার হবে। এ হেন ইমানের ইচ্ছে তিনি হৃতিক রোশনের সঙ্গে নাচবেন। তা জানতে পেরে নায়ক বলেছেন, ‘‘আমার ইমানের সঙ্গে নাচতে খুব ভাল লাগবে। আপতত আমি ভারতের বাইরে রয়েছি। দেশে ফিরে ওর সঙ্গে দেখা করারও ইচ্ছে রইল।’’

Advertisement

আরও পড়ুন, ‘বিয়ে করলে লুকবো কেন?’

প্রসঙ্গত ইমানের চিকিত্সার জন্য ১০ লক্ষ টাকা দান করেছেন হৃতিকের মা। নায়কের বোন সুনয়না ইতিমধ্যেই ইমানের সঙ্গে গিয়ে দেখা করে এসেছেন। হৃতিকের কথায়, ‘‘ওবেসিটির সমস্যা যাঁদের রয়েছে তাঁদের সকলের কাছে ইমান উদাহরণ হিসেবে কাজ করবে। আমি চাই ও দ্রুত সেরে উঠুক। ওর চিকিত্সা শেষ হলে অবশ্যই ওর সঙ্গে নাচব আমি। আর ওর কাছে নাচের কম্পিটিশনে হারতে চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন