Hrithik Roshan

তোতলা বলে বন্ধুদের কাছে অপদস্থ হৃত্বিক! উচ্চারণ ঠিক করতে কী করেন নায়ক?

ছোট থেকে বন্ধুদের অনেক অপমান সহ্য করতে হয়েছে অভিনেতা হৃত্বিক রোশনকে। উচ্চারণ স্পষ্ট ছিল না বলে সকলের সামনে অনেকেই তাঁর উদ্দেশে নেতিবাচক মন্তব্য করতেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ১২:৪৮
Share:

উচ্চারণ ঠিক করতে কী করেন হৃত্বিক! ছবি: সংগৃহীত।

ছোটবেলায় স্পষ্ট উচ্চারণ করে কথা বলতে পারতেন না অভিনেতা হৃত্বিক রোশন। অনেক বড় বয়স পর্যন্ত এই সমস্যা নিয়ে ভুগতে হয়েছে তাঁকে। অনেক সাক্ষাৎকারেই নিজের এই অসুবিধার কথা বলেছেন নায়ক। সেই সমস্যা কাটিয়ে তিনি এখন বড় পর্দার সফল অভিনেতা। তবে এই যাত্রাপথ খুব একটা মসৃণ ছিল না। নিজের কথা স্পষ্ট করার জন্য চিকিৎসাও করাতে হয়েছিল অভিনেতাকে। ছোটবেলায় বন্ধুদের কাছে মজার পাত্রও হতে হয়েছে তাঁকে।

Advertisement

স্কুলে সকলের সামনে তোতলা বলে তাঁকে অনেকে অপমানও করত। এই সব কিছু সহ্য করে বড় হয়ে ওঠেন এই বলিউড নায়ক। নিজের মুখে তাঁর এই খারাপ সময়ের কথা না বললেও সম্প্রতি নায়কের দিদি সুনয়না রোশন সেই ভয়াবহ দিনগুলোর কথাই বললেন এক সাক্ষাৎকারে। সুনয়না আর হৃত্বিক দু’জনের স্বভাব একেবারে আলাদা। নায়ক খুবই অন্তর্মুখী এক জন মানুষ। আর সুনয়না বহির্মুখী।

তিনি বলেন, “খুব কম বয়সেই আমার বিয়ে হয়ে যায়। তাই হৃত্বিকের সঙ্গে যে খুব কথা হত তেমনটা নয়। আসলে ও তো খুব চুপচাপ। তাই সব কথা যে আমার সঙ্গে ভাগ করে নিত তেমনটা নয়।” তিনি এককথায় স্বীকার করেন, শুধুমাত্র এই কথা বলার সমস্যার জন্য ছোটবেলায় অনেক ধরনের খারাপ ব্যবহার সহ্য করতে হয়েছে হৃত্বিককে। সুনয়না বলেন, “নিজের উচ্চারণ স্পষ্ট করার জন্য হৃত্বিক অনেক পরিশ্রম করেছে। ভোর ৪টেয় উঠত। স্পিচ ক্লাস করত। তার পর দিন শুরু করত।” নিজের অধ্যবসায়ের জোরে এখন এই জায়গায় তিনি, সে কথা একবাক্যে স্বীকার করে নেন সুনয়না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement