Hrithik Roshan

কোটি কোটি টাকা খরচ করে বিনিয়োগ! হৃতিক রোশনের পরিবারে নতুন কী এমন হল?

ব্যবসা ও সম্পত্তির পরিমাণ নিয়েও বার বার খবরের শিরোনামে উঠে এসেছেন হৃতিক রোশন। এ বার বিপুল পরিমাণ খরচ করলেন বিনিয়োগের জন্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১৮:৫৯
Share:

বড় বিনিয়োগ হৃতিক রোশনের। ছবি: সংগৃহীত।

বড়সড় বিনিয়োগ করল রোশন পরিবার। শুধু অভিনয় নয়, ব্যবসা ও সম্পত্তির পরিমাণ নিয়েও বার বার খবরের শিরোনামে উঠে এসেছেন হৃতিক রোশন। এ বার বিপুল পরিমাণ খরচ করলেন বিনিয়োগের জন্য।

Advertisement

ফ্ল্যাট, বাড়ি বা বাংলো নয়— এই বার বেশ কয়েকটি অফিস ইউনিট কিনলেন হৃতিক ও তাঁর পরিবার। মুম্বই শহরের আন্ধেরি এলাকায় ২৭ কোটি টাকা দিয়ে এই বিনিয়োগ করল রোশন পরিবার। ইতিমধ্যেই রেজিস্ট্রেশনও হয়ে গিয়েছে। রাকেশ রোশন ও পিঙ্কি রোশন পাঁচটি অফিস ইউনিট কিনেছেন ১৯.৬৮ কোটি টাকা দিয়ে। এর রেজিস্ট্রেশন হয়েছে ১৯ নভেম্বর। এই পাঁচটির মধ্যে প্রথম দুটির মালিকানা রাকেশের। ১২৫৯ ও ১০৮৯ বর্গফুটের এই দুই অফিস ইউনিটের দাম যথাক্রমে ৩.২৭ কোটি টাকা ও ২.৮৩ কোটি টাকা। গাড়ি রাখার জায়গাও রয়েছে সঙ্গে।

বাকি তিনটি অফিস ইউনিটের মালিকানা রয়েছে পিঙ্কির কাছে। ১৮৬৯, ২০৩৩, ১৩২২ বর্গফুটের এই অফিস ইউনিটগুলির দাম যথাক্রমে ৪.৮৫ কোটি, ৫.২৮ কোটি এবং ৩.৪৩ কোটি টাকা। বড় অঙ্কের টাকা দিয়ে স্ট্যাম্প ডিউটি সেরেছেন তাঁরা। সব মিলিয়ে ২৭ কোটি টাকার বেশি খরচ হয়েছে। তবে হৃতিকের সরাসরি কোনও খরচ হয়েছে কি না এখনও স্পষ্ট নয়।

Advertisement

উল্লেখ্য, গত কয়েক বছরে বলিউড তারকারা বহুতল ও বাড়ি কেনাবেচার বিষয়ে বড় বিনিয়োগ করেছেন। কিছু দিন আগেই মুম্বইয়ের গোরেগাঁওয়ে নিজের একটি অফিসবাড়ি ভাড়া দিয়েছেন কাজল। এই অফিসবাড়ি ভাড়া দিয়ে মাসে ৬.৯ লক্ষ টাকা পান কাজল। গোরেগাঁওয়ের এই অফিস ১৮১৭ বর্গফুটের। সঙ্গে রয়েছে একটি গাড়ি রাখার জায়গাও। চলতি নভেম্বর মাস থেকেই ৯ বছরের চুক্তিতে এই অফিস ভাড়া দিয়েছেন কাজল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement