Mahakumbh Monalisa

মধ্যপ্রদেশে রাস্তা বন্ধ হয়ে গেল, মহাকুম্ভের ভাইরাল মোনালিসা এ বার কী কাণ্ড ঘটালেন?

বলিউডে ছবির প্রস্তাব পেয়েছেন ইতিমধ্যেই। একটি মিউজ়িক ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এ বার মধ্যপ্রদেশে হইহই কাণ্ড মোনালিসার জন্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৮:০০
Share:

মোনালিসাকে নিয়ে হইচই মধ্যপ্রদেশে। ছবি: সংগৃহীত।

চলতি বছরে মহাকুম্ভের দৌলতে প্রচারের আলোয় আসেন তিনি। সাধুসন্ত, নাগা সন্ন্যাসী দর্শনের পাশাপাশি নিজের পরিচিতি তৈরি করে ফেলেন ষোড়শী মোনালিসা। ‘মোনালিসা’র প্রতি মানুষের আকর্ষণ বরাবরই— তা সে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকাই হোক কিংবা কুম্ভমেলার মালাবিক্রেতা। মহাকুম্ভের এই মালাপসারিণীকে নিয়ে উত্তাল আসমুদ্রহিমাচল। পেটের টানে মালা বিক্রি করতে এসে তাঁর সৌন্দর্য ‘হরণ’ হওয়ায় শেষমেশ কুম্ভমেলা ছাড়তে হয় মোনালিসাকে। কিন্তু মহাকুম্ভ যেন জীবন বদলে দিয়েছে তাঁর। বলিউডে ছবির প্রস্তাব পেয়েছেন ইতিমধ্যেই। একটি মিউজ়িক ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এ বার মধ্যপ্রদেশে হইহই কাণ্ড মোনালিসাকে নিয়ে।

Advertisement

যে ছবিতে তাঁর অভিষেক হবে, সম্প্রতি তার শুটিং করতে মধ্যপ্রদেশে যান মোনালিসা। সেখানেই তাঁকে দেখতে কাতারে কাতারে লোক ভিড় জমাতে থাকেন। অভিনেত্রী মধ্যপ্রদেশের পিছোর শহরের একটি বাড়িতে শুটিং করছিলেন। তাঁকে একঝলক দেখার জন্য রাস্তায় ভিড় জমে যায়। রাস্তা বন্ধ করে দিতে হয়। অবশেষে প্রকাশ্যে এসে দর্শকদের আশ্বাস দেন, আবার তাঁদের সঙ্গে দেখা করবেন তিনি। মোনালিসার কাছে প্রতিশ্রুতি পেয়ে ভিড় সরায় পুলিশ। মোনালিসা সকলকে অভিবাদন জানিয়ে বলেন, ‘‘আপনাদের সবার সঙ্গে দেখা করতে পেরে খুব খুশি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement