Bengali Television Actress Ranieeta Dash

১০ বছর পরে আবার ধারাবাহিকে ফিরছেন রণিতা দাস? কার পরিচালনায় কোন চরিত্রে দেখা দেবেন?

নিয়মিত ধারাবাহিকে নেই তিনি অনেক বছর। ছোটপর্দায় একেবারে নেই, সেটা কিন্তু নয়। স্টার জলসার ‘হচ্ছেটা কী’-তে তাঁকে দেখা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১২:৩৩
Share:

ধারাবাহিকে ফিরছেন ‘বাহা’ রণিতা দাস? ছবি: ফেসবুক।

রণিতা দাসকে ছোটপর্দার দর্শকেরা এখনও ভালবাসেন। তাঁরা তাঁকে নতুন ধারাবাহিকে দেখতে চান। তাঁর নাম উঠলেই স্মৃতির পর্দা সরিয়ে ফের দর্শকদের অন্দরমহলে জীবন্ত ‘বাহা’ চরিত্র। অভিনেত্রী আপাতত ব্যস্ত তাঁর জি ৫-এর ছবি ‘দেবী’ নিয়ে। এই ছবিতে তিনি নায়িকার ভূমিকায়। এ দিকে টেলিপাড়ায় গুঞ্জন, ১০ বছর পরে আবার ধারাবাহিকে ফিরতে চলেছেন তিনি। তাঁকে ফেরানোর নেপথ্য কারিগর লীনা গঙ্গোপাধ্যায়।

Advertisement

সত্যিই কি যা রটেছে তাই ঘটছে? আনন্দবাজার ডট কমের কাছে আপাতত এই বিষয়ে মুখ খুলতে চাননি লীনা এবং রণিতা। ঘনিষ্ঠ সূত্রে খবর, রণিতার লুক সেট হয়েছে। তবে কাজের কথা পাকা হয়নি। পাশাপাশি, লুক টেস্ট চলছে অন্য অভিনেতাদেরও। নায়কের নাম অবশ্য এখনও জানা যায়নি। এ দিকে, স্টার জলসার শো ‘হচ্ছেটা কী’তে রণিতা কিন্তু সেই পুরনো ‘বাহা’ অবতারেই উপস্থিত হয়েছিলেন। চ্যানেলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি ১০ বছর পরেও ‘বাহা’ রূপে!

লীনা কি আবার ‘বাহা’কে ফিরিয়ে আনতে চলেছেন? ‘বাহা’র নব রূপের প্রত্যাবর্তন ঘটছে কি না, সে বিষয়ে জানা না গেলেও লীনার ঝুলিতে আরও একটি নতুন পারিবারিক গল্প রয়েছে, সে খবর পাকা।

Advertisement

রণিতার শেষ ধারাবাহিক ‘ইষ্টিকুটুম’। গত ১০ বছরে তিনি ছবি, সিরিজ়ে অভিনয় করেছেন। প্রযোজনা সংস্থা খুলেছেন। ‘বাহা’র খোলস ছেড়ে নিজেকে যখন অন্য ভাবে মেলে ধরার চেষ্টায় প্রযোজক-অভিনেত্রী, তখন কেন আবার প্রত্যাবর্তন? সূত্র জানিয়েছে, ‘বাহা’ সমাজমাধ্যমে, টেলিদুনিয়ায়, ব্যবসায়িক দিক থেকে এখনও ‘ট্রেন্ডিং’। এখনও দর্শকের কৌতূহল, ১০ বছর পরে ‘বাহা’র কী কী পরিবর্তন ঘটেছে? আধুনিক ‘বাহা’ কেমন? তাঁদের চাওয়া অভিনেত্রী জানতে পেরেছেন স্টার জলসার পুরস্কার বিতরণীর মঞ্চে।সমাজমাধ্যমেও ‘বাহা’কে নিয়ে চর্চা চলছে এখনও। এ সবই নাকি তাঁকে ছোট পর্দায় নতুন ভাবে ফেরার জন্য উৎসাহিত করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement