আমায় চরিত্রহীন বলা হচ্ছে, খুনের হুমকি দেওয়া হচ্ছে! রাহুলকে বলেছিলেন প্রত্যুষা?

আত্মহত্যার আগে নাকি ‘খুনের হুমকি’ পেয়েছিলেন বাঙালি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। এমনটাই মনে করছে পুলিশ। মৃত্যু তদন্তের নতুন রিপোর্ট বম্বে হাইকোর্টের বিচারপতি মৃদুলা ভাটকরের এজলাসে দাখিল হয়। বিচারকের সামনে একটি টেলিফোন রেকর্ডিং জমা দেন প্রত্যুষার বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংয়ের আইনজীবী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৬ ১৪:২৯
Share:

আত্মহত্যার আগে নাকি ‘খুনের হুমকি’ পেয়েছিলেন বাঙালি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। এমনটাই মনে করছে পুলিশ। মৃত্যু তদন্তের নতুন রিপোর্ট বম্বে হাইকোর্টের বিচারপতি মৃদুলা ভাটকরের এজলাসে দাখিল হয়। বিচারকের সামনে একটি টেলিফোন রেকর্ডিং জমা দেন প্রত্যুষার বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংয়ের আইনজীবী। যা শুনে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রত্যুষার কণ্ঠস্বরই এটি। শেষবারের মতো বয়ফ্রেন্ডকে ফোন করে অভিনেত্রী নাকি জানিয়েছিলেন যে, তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে।

Advertisement

রিপোর্ট অনুযায়ী যা যা ছিল ওই রেকর্ডিংয়ের কথোপকথনে:

প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়: আমায় চরিত্রহীন বলা হচ্ছে। আমায় খুন করার হুমকি দেওয়া হচ্ছে। আমার মা-বাবাকেও মারার ধমকি দেওয়া হচ্ছে। আমার জীবনে আর কি বাকি রয়েছে?

Advertisement

রাহুল রাজ সিং: এই সব খুব ছোট ব্যাপার।

আরও পড়ুন-মৃত্যুর আগে গর্ভবতী ছিলেন প্রত্যুষা

কে এবং কী উদ্দেশ্য নিয়ে প্রত্যুষাকে খুনের হুমকি দিয়েছিলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই বিষয়ে তদন্ত চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement