আমির চাইলেই বিয়েতে রাজি হবেন সলমন?

আমির খান নাকি চাইলেই সলমন খানকে বিয়ে করার জন্য রাজি করিয়ে ফেলতে পারেন। সম্প্রতি মিডিয়ার সামনে এমনই দাবি করেছেন আমির। এ ক্ষেত্রে আমিরের ব্যাখ্যা, সলমনের বন্ধুত্ব আজকের নয়। তাই আমিরের দৃঢ় বিশ্বাস, তাঁর কথা ফেলতে পারবেন না সল্লুমিঁয়া। এই ব্যাপারে আমিরকে প্রশ্ন করা হলে উনি বলেন, “আমি এখনও চেষ্টা করিনি। এক বার শুধু বলেছিলাম সলমনকে।”

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৬ ১১:১৮
Share:

আমির খান নাকি চাইলেই সলমন খানকে বিয়ে করার জন্য রাজি করিয়ে ফেলতে পারেন। সম্প্রতি মিডিয়ার সামনে এমনই দাবি করেছেন আমির। এ ক্ষেত্রে আমিরের ব্যাখ্যা, সলমনের বন্ধুত্ব আজকের নয়। তাই আমিরের দৃঢ় বিশ্বাস, তাঁর কথা ফেলতে পারবেন না সল্লুমিঁয়া।
এই ব্যাপারে আমিরকে প্রশ্ন করা হলে উনি বলেন, “আমি এখনও চেষ্টা করিনি। এক বার শুধু বলেছিলাম সলমনকে। তবে আমি যদি জোর করি তা হলে এ বিষয়ে সাফল্য পাবই। সলমন আমার কথা ফেলতে পারবে না।”
আমির এবং সলমন দু’জনকেই তাঁদের পরবর্তী ছবিতে কুস্তিগীরের ভূমিকায় দেখা যাবে। আমির আগেই সলমনকে তাঁর ‘সুলতান’ ছবির সাফল্যের জন্য আগাম শুভেচ্ছাও জানিয়েছেন।

Advertisement

আরও পড়ুন...
‘শাহরুখ-সলমনের ফের একসঙ্গে সিনেমা করা উচিত’

Advertisement

রণবীরের জন্য সলমনের সঙ্গে কাজ করতে চাননি ক্যাটরিনা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement