বেশ্যা বা বিকারগ্রস্ত বললেও আমার যায় আসে না: কঙ্গনা

‘‘যদি কেউ আমাকে মানসিক বিকারগ্রস্ত বলেন তো বলুন। আমাকে যদি কেউ বেশ্যা বলেন, তা-ও বলুন। তাতে আমার কিছু এসে যায় না। কেন না আমি আমার জায়গায় ঠিক আছি।’’ এক সাক্ষাৎকারে নিজের সম্বন্ধে এমনটাই বললেন কঙ্গনা রাণাওয়াত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মে ২০১৬ ১৭:০৩
Share:

‘‘যদি কেউ আমাকে মানসিক বিকারগ্রস্ত বলেন তো বলুন। আমাকে যদি কেউ বেশ্যা বলেন, তা-ও বলুন। তাতে আমার কিছু এসে যায় না। কেন না আমি আমার জায়গায় ঠিক আছি।’’ এক সাক্ষাৎকারে নিজের সম্বন্ধে এমনটাই বললেন কঙ্গনা রাণাওয়াত।

Advertisement

তাঁর আর হৃত্বিকের সম্পর্কের টানাপড়েন নিয়ে অকপটে অনেক কথা বললেন এই অভিনেত্রী। কঙ্গনার কথায়, এই সব সমালোচনা তাঁকে অনেক সময় আঘাত করে। মানসিকভাবে ভেঙে পড়েন। কিন্তু এর থেকে ঘুরে দাঁড়াতেও তিনি জানেন।

আরও পড়ুন: কঙ্গনাকে নিয়ে জায়েদের সঙ্গে আলোচনা করতেন হৃতিক!

Advertisement

তিনি ব্যাখ্যা, ‘‘যদি কেউ খুব সফল হয়, তখন অনেক লোকই তাঁকে মনোরোগী বলে থাকেন। কেউ সেক্স লাইফে ভীষণ সক্রিয় হয়ে থাকলে তাঁকে অনেকেই বেশ্যা বলতে শুরু করেন। এ সব যদি আমার সম্বন্ধেও কেউ বলে থাকেন, তাতে আমার কোনও আপত্তি নেই। প্রত্যন্ত গ্রাম থেকে বলিউড— আমার এই জার্নি অসাধারণ। যে বিষয় নিয়ে আদালতে মামলা চলছে তা নিয়ে নিজের মতামত জাহির করতে চাই না। অনেক ক্ষেত্রেই আমাকে ছোট দেখানোর চেষ্টা করা হচ্ছে। তবে আমি মনে করি আমি ঠিক রাস্তাতেই হাঁটছি’’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement