‘শাহরুখের সঙ্গে দারুণ বন্ডিং, তবে কাজ চাইতে পারব না’, সায়নী

দ্বিতীয় ছবিতে এসেই বাজিমাত করেছিলেন তিনি। ‘মার্গারিটা উইথ আ স্ট্র’তে কল্কি কোয়েচলিনের সঙ্গে তাঁর সমকামী চরিত্রে অভিনয় নজর কেড়েছিল সমালোচকদের। তবে আরও বেশি করে আলোচনায় আসেন ‘ফ্যান’-এ শাহরুখের সঙ্গে কাজ করার পর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মে ২০১৬ ১৭:৪৭
Share:

দ্বিতীয় ছবিতে এসেই বাজিমাত করেছিলেন তিনি। ‘মার্গারিটা উইথ আ স্ট্র’তে কল্কি কোয়েচলিনের সঙ্গে তাঁর সমকামী চরিত্রে অভিনয় নজর কেড়েছিল সমালোচকদের। তবে আরও বেশি করে আলোচনায় আসেন ‘ফ্যান’-এ শাহরুখের সঙ্গে কাজ করার পর। তিনি খোদ কলকাতার বাঙালি-কন্যা সায়নী গুপ্ত।

Advertisement

এ দিন একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় তাঁকে এসআরকে-এর সঙ্গে প্রথম কাজ করার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হলে সায়নী জানান, শাহরুখের সঙ্গে বন্ডিং খুবই ভাল। কিন্তু এখনও পর্যন্ত ওঁকে কোনওদিন ধন্যবাদ জানাইনি। এমনকী কখনও তাঁর কাছে কাজ চাইতেও পারব না। আমি সেই মেটিরিয়াল নই।

আরও পড়ুন: শাঁখা-পলার সঙ্গে বিকিনি! এই বাঙালি বৌদিকে চেনেন?

Advertisement

দিল্লির মোটা টাকার কর্পোরেট চাকরি ছেড়ে পাড়ি দেন মুম্বই। প্রথম ছবি ‘সেকেন্ড ম্যারেজ ডট কম’-এর পরেই এক অন্ধ মেয়ের চরিত্রে ‘মার্গারিটা উইথ আ স্ট্র’। আর তার পরেই ‘ফ্যান’। শুধু তাই নয়, হাতে একের পর এক বড় ব্যানারের ছবি। অনুরাগ বসুর ‘জগ্গা জাসুস’ আর নিত্য মেহরার ‘বার বার দেখো’।

সায়নী জানালেন, যখন তিনি দিল্লির ৯০ হাজারের নিশ্চিন্ত চাকরি ছেড়ে এফটিআইআই-তে পড়াতে গেলেন তখন তাঁর মা আত্মহত্যা করার হুমকি দিয়েছিলেন। কিন্তু টলানো যায়নি তাঁকে। নিজের লক্ষ্য থেকে সরেননি এই বঙ্গতনয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement