Bollywood

১০০টা অডিশনে রিজেক্টেড হয়েছিলেন শাহিদ কপূর!

বিগত ১৩ বছর ধরে তিনি বলিউডের নানা ধরনের ছবিতে কাজ করেছেন। ‘চকলেট বয়’-এর ইমেজ ঝেড়ে ফেলে ইদানীং বেশ কিছু ছবিতে একেবারে অন্য ধরনের চরিত্রে অভিনয় করে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনিও একজন ‘জাত অভিনেতা’। ‘হায়দর’ বা ‘উড়তা পঞ্জাব’ তার উদাহরণ। হ্যাঁ, ঠিক ধরেছেন, শাহিদ কপূরের কথাই বলছি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৬ ১২:৫৯
Share:

বিগত ১৩ বছর ধরে তিনি বলিউডের নানা ধরনের ছবিতে কাজ করেছেন। ‘চকলেট বয়’-এর ইমেজ ঝেড়ে ফেলে ইদানীং বেশ কিছু ছবিতে একেবারে অন্য ধরনের চরিত্রে অভিনয় করে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনিও একজন ‘জাত অভিনেতা’। ‘হায়দর’ বা ‘উড়তা পঞ্জাব’ তার উদাহরণ। হ্যাঁ, ঠিক ধরেছেন, শাহিদ কপূরের কথাই বলছি।
সম্প্রতি একটি সাক্ষাত্কারে শাহিদ বলেন, “অনেকেই হয়তো মনে করেন, ‘আরে ও তো পঙ্কজ কপূরের ছেলে। তাই ওর ফিল্মে কাজ পাওয়াটা আর এমন কি ব্যাপার!’ কিন্তু জানেন, আমি একশোটা অডিশনে রিজেক্টেড হয়েছি! কখনও কখনও আমার পকেটে অডিশন দিতে যাওয়ার বা খাবার কিনে খাওয়ার টাকাও থাকত না। আমি এ সব ব্যাপারে কথা বলতে পছন্দ করি না। কিন্তু এটাই বাস্তব।” এ ভাবেই কঠোর পরিশ্রম করে আজ তিনি সাফল্যের আকাশ ছুঁয়েছেন।
এই সাক্ষাত্কারেই শাহিদ জানান, কোনও ফিল্মে চুক্তিবদ্ধ হওয়ার আগে একটা জিনিস ভাল করে দেখে নেন তিনি— তাঁর চরিত্রটি কতটা আলাদা বা কতটা চ্যালেঞ্জিং। ওই প্রজেক্টে অন স্ক্রিন মোট কত ক্ষণ তাঁর উপস্থিতি সেটা তাঁর কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। নতুন এবং চমৎকার চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে তিনি কখনও হাতছাড়া করতে চান না। শাহিদ বলেন, “নতুন ধরনের কোনও কাজ করার সুযোগ পেলেই আমি তার জন্য ঝাঁপিয়ে পড়ি। এর বেশি অন্য কিছু নিয়ে আমি মাথা ঘামাই না।” তিনি আরও বলেন, “ভবিষ্যতে কী হতে চলেছে তা আমরা কেউ জানিনা। তাই আমি ও সব নিয়ে ভাবি না। শুধু নিজের কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।”

Advertisement

আরও পড়ুন...
অন্তর্বাস বিক্রেতার সঙ্গে সেলফি তুলতে পাগলামী হায়দরাবাদে!

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন