Entertainment News

ফর্সা হওয়ার জন্য ছবি থেকে বাদ পড়েছিলেন ইনি!

তিনি ফর্সা। আর সেই কারণেই নাকি একাধিক ফিল্মে সুযোগ পাননি! এমনই ঘটনা ঘটেছে বলিউডের এক অভিনেত্রীর জীবনে। সমাজে প্রচলিত ধারণা রয়েছে গায়ের রং চাপা হলে অনস্ক্রিনে সমস্যা হয়। সুযোগ পাওয়া যায় না ছবিতে!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৭ ১৩:২৮
Share:

গেস করুন তো, ইনি কে?

তিনি ফর্সা। আর সেই কারণেই নাকি একাধিক ফিল্মে সুযোগ পাননি! এমনই ঘটনা ঘটেছে বলিউডের এক অভিনেত্রীর জীবনে। সমাজে প্রচলিত ধারণা রয়েছে গায়ের রং চাপা হলে অনস্ক্রিনে সমস্যা হয়। সুযোগ পাওয়া যায় না ছবিতে! কিন্তু ঠিক এর উল্টো ঘটনাই ঘটেছে তাপসী পান্নুর জীবনে।

Advertisement

আরও পড়ুন, ‘নাটক করাটা এ বার বন্ধ করো’, সুনীলকে বিঁধলেন এহসান!

এমনিতে গায়ের রং নিয়ে কোনও দিনই মাথা ঘামাতেন না তাপসী। ফর্সা হওয়ার জন্য আলাদা করে কোনও প্রসাধনীও ব্যবহার করেন না। ত্বকের স্বাভাবিক রংই তাঁর পছন্দের। এমনকী ফর্সা হওয়ার কারণে বেশ কিছু দক্ষিণী ছবি থেকে নাকি বাদ পড়তে হয়েছিল তাঁকে।

Advertisement

ইনি তাপসী পান্নু।

তাপসীর কথায়, ‘‘ফর্সা হলেই যে অন্যদের থেকে আলাদা হওয়া যায় তা আমি মনে করি না। কোনও ফেয়ারনেস ক্রিম কোনও দিন ব্যবহার করিনি। এমনিতেই আমার গায়ের রং উজ্জ্বল। সেটাই ব্যাক ফায়ার হয়ে গিয়েছিল। কালো নই বলে বেশ কিছু তামিল-তেলুগু ছবিতে সুযোগ পাইনি। আসলে নায়িকা ফর্সা হলে ওখানকার দর্শক তাঁকে পাশের বাড়ির মেয়ে বলে ভাবতে পারবেন না।’’ ফলে কোনও ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপনেও দেখা যায় না তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement