Sumona Chakravarti

সুনীলকে মিস করছি, বিস্ফোরক দাবি কপিলের সহকর্মীর

কপিলের শো-এ সুনীলের মেয়ের ভূমিকায় অভিনয় করতেন সুমনা। কিন্তু আপাতত পরিস্থিতি বদলে গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৭ ১৬:০৮
Share:

কপিল শর্মার সঙ্গে মাঝ আকাশে ঝামেলার পর শো ছেড়ে বেরিয়ে আসেন কমেডিয়ান সুনীল গ্রোভার। সেও কয়েক মাস আগের কথা। এই ইস্যুতে প্রকাশ্যে বিতর্কও হয়েছে প্রচুর। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, কপিলের শো-এর টিআরপি তলানিতে ঠেকেছে। ফলে ‘দ্য কপিল শর্মা শো’ নাকি বন্ধও হয়ে যেতে পারে! এই আবহেই মুখ খুললেন কপিল শর্মার শো-এর অন্যতম সদস্য অভিনেত্রী সুমনা চক্রবর্তী। তিনি যে সুনীলকে মিস করছেন, জানিয়েছেন সে কথাও।

Advertisement

আরও পড়ুন, কপিল শর্মার শো কি শেষ হয়ে যাচ্ছে?

সম্প্রতি সাংবাদিকদের সুমনা বলেন, ‘‘সুনীল খুব ভাল মানুষ ছিলেন। আমি সব সময়ই ওঁকে মিস করি। যখন টানা তিন-চার বছর কোনও আর্টিস্টের সঙ্গে কাজ করা হয়, তখন একটা বন্ডিং তো তৈরি হবেই। সে জায়গা থেকেই আমি মিস করি। কিন্তু শো কখনও থামতে পারে না। শো মাস্ট গো অন।’’

Advertisement

সুমনা চক্রবর্তী। ছবি: সুমনার টুুইটার পেজের সৌজন্যে।

কপিলের শো-এ সুনীলের মেয়ের ভূমিকায় অভিনয় করতেন সুমনা। কিন্তু আপাতত পরিস্থিতি বদলে গিয়েছে। তবুও স্পষ্ট ভাষায় সুনীলের অভাববোধের কথা স্বীকার করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement