রণবীরকে কেন খুন করতে চাইলেন সলমন?

রণবীর সিংহকে খুন করতে চাইলেন সলমন খান! না কোনও সিনেমার দৃশ্যে নয়। একেবারে রিয়েল লাইফে দীপিকার বয়ফ্রেন্ডকে মেরে ফেলার ইচ্ছে প্রকাশ করলেন সল্লু মিঞা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৬ ২০:২৫
Share:

রণবীর সিংহকে খুন করতে চাইলেন সলমন খান! না কোনও সিনেমার দৃশ্যে নয়। একেবারে রিয়েল লাইফে দীপিকার বয়ফ্রেন্ডকে মেরে ফেলার ইচ্ছে প্রকাশ করলেন সল্লু মিঞা।

Advertisement

কিন্তু কেন?

কারণটাও ভারি মজার। প্যারিসে এক্স গার্লফ্রেন্ড অনুষ্কা শর্মা এবং সলমন অভিনীত ‘সুলতান’ ছবিটি দেখতে গিয়েছিলেন রণবীর। আর সেখানে গিয়ে হলের মধ্যেই শো চলাকালীন নাচানাচি জুড়ে দিয়েছিলেন তিনি। এই কাণ্ডটির ভিডিও ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়েছিল।

Advertisement

‘সুলতান’-এর সাকসেস প্রেস মিটে এই নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সলমনের উত্তর, ‘‘আমি ওকে খতম করতে চাই। না, আসলে আমি কি ওর উপর চেয়ার ভাঙতে পারি? (হাসি) ওখানে ও ছবি দেখতে গিয়ে শেষ করল নাচ দিয়ে। ও এমন কাজ করল যাতে দর্শক ছবি না দেখে ওকেই দেখে!’’

বোঝাই যাচ্ছে, সলমনের ‘সুলতান’ নিয়ে রণবীরের পাগলামো বেশ উপভোগ করেছেন ভাইজান।

আরও পড়ুন: ‘সুলতান’ দেখে উদ্দাম নাচলেন রণবীর!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement