সলমনকে গান শেখাতে চান ইনি!

অভিনয় তো আছেই, সঙ্গে বেশ কিছু ছবিতে গানও গেয়েছেন সলমন খান। এ বার তাঁকেই আলাদা করে গান শেখানে চান এক বলি গায়িকা। তিনি হলেন মধুশ্রী ভট্টাচার্য।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৬ ১৪:২৯
Share:

অভিনয় তো আছেই, সঙ্গে বেশ কিছু ছবিতে গানও গেয়েছেন সলমন খান। এ বার তাঁকেই আলাদা করে গান শেখানে চান এক বলি গায়িকা। তিনি হলেন মধুশ্রী ভট্টাচার্য।

Advertisement

পরিচালকের মণিরত্নমের ‘যুবা’ ছবির ‘কভি নিম নিম, কভি সহেদ সহেদ’ গানটি গেয়েছিলেন মধুশ্রী। সে সময় বেশ জনপ্রিয় হয়েছিল। তার পর আরও কয়েকটি বলিউডি প্রজেক্টে কাজ করেন। কিন্তু ইদানিং মিউজিক কোচ হতে চান তিনি। আর স্টুডেন্ট হিসেবে চান ভাইজানকে!

কেন জানেন?

Advertisement

মধুশ্রীর কথায়, ‘‘আমি সলমনের বিরাট ফ্যান। ওঁর গান শুনে আমার মনে হয়েছে এর থেকে অনেক ভাল পারফর্ম করতে পারবেন। ওঁর গলায় জাদু রয়েছে। আমি সেজন্যই টিপস দিতে চাই। যাতে উনি আরও ভাল গাইতে পারেন।’’

সলমন শুনছেন তো?

আরও পড়ুন, ‘বিপ’ নিয়েই মুক্তি পেল ‘সাহেব বিবি গোলাম’-এর ট্রেলর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement