Sanjay Dutta News

মেয়ের পা ভেঙে দিতে চেয়েছিলাম: সঞ্জয় দত্ত

বা অভিনেতা। বিয়ের আগে মা-ও অভিনয় করতেন। তাই বোধহয় মেয়েও আবদার করেছিল, ‘অভিনয় করতে চাই’। আবদার মেটানোর বদলে, মেয়ের পা ভেঙে দিতে চেয়েছিলেন তিনি! এমনটাই জানিয়েছেন বাবা সঞ্জয় দত্ত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৭ ১৩:৩৯
Share:

মেয়ে ত্রিশলার সঙ্গে সঞ্জয় দত্ত। ছবি: সংগৃহীত।

বাবা অভিনেতা। বিয়ের আগে মা-ও অভিনয় করতেন। তাই বোধহয় মেয়েও আবদার করেছিল, ‘অভিনয় করতে চাই’। আবদার মেটানোর বদলে, মেয়ের পা ভেঙে দিতে চেয়েছিলেন তিনি! এমনটাই জানিয়েছেন বাবা সঞ্জয় দত্ত।

Advertisement

নয় নয় করে তিন দশকের উপরে বলিউডে কাটিয়ে দিয়েছেন সঞ্জয়। তাঁর মা-বাবা নার্গিস ও সুনীল দত্তও এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। মেয়ের অভিনয়ে আসার ইচ্ছে তো হতেই পারে!

তা মেয়ের আবদারে এমন রেগে গেলেন কেন?

Advertisement

সে কথাও খোলসা করেছেন সঞ্জয়। ৫৭ বছরের সঞ্জয় জানিয়েছেন, মেয়ে ত্রিশলার পড়াশোনার জন্য অনেক সময় দিয়েছেন তিনি। বিদেশের ভাল কলেজে ভর্তি করানোর জন্য জলের মতো অর্থও ঢেলেছেন।

আরও পড়ুন: সঞ্জয় দত্তকে বিয়ে করেছিলেন রেখা! ভুয়ো খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া

তবে কেন বলিউডে এসে সময় নষ্ট করবেন ত্রিশলা? প্রশ্ন সঞ্জয়ের! প্রয়াত অভিনেত্রী রিচা শর্মা ও সঞ্জয়ের মেয়ে ত্রিশলা ফরেন্সিক সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। সঞ্জয় বলেন, “আমার মনে হয়, ত্রিশলা তাঁর কেরিয়ারে বেশ ভালই এগোচ্ছে।”

বাবার কোলে ছোট্ট ত্রিশলা। ছবি: ইনস্টাগ্রাম।

সঞ্জয়ের আরও যুক্তি, “তা সত্ত্বেও ইন্ডাস্ট্রিতে আসতে হলে ত্রিশলাকে হিন্দি শিখতে হবে। ত্রিশলার আমেরিকান ইংলিশ এখানে চলবে না!” সঞ্জয় জানিয়েছেন, অভিনেতা হওয়াটা এত সোজা নয়। অনেকের মনে হতেই পারে, অভিনয় করাটা সোজা, আসলে তা বেশ কঠিন কাজ!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement