Entertainment News

‘যদি কেউ সুহানাকে চুমু খেতে চায়, আমি তার ঠোঁট ছিঁড়ে নেব’

বাবা হিসেবে তিনি কেমন, তার উত্তর তো দেবেন ছেলে-মেয়েরা। কিন্তু সন্তানদের তিনি যে বেশ কড়া শাসনে রাখেন তার প্রমাণ দিলেন নিজেই। তিনি শাহরুখ খান। সম্প্রতি তাঁর মেয়ে সুহানার প্রসঙ্গে বলতে গিয়ে বললেন, ‘‘যদি কেউ সুহানাকে চুমু খেতে চায়, আমি তার ঠোঁট ছিঁড়ে নেব।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৬ ১২:৫৭
Share:

বাবা হিসেবে তিনি কেমন, তার উত্তর তো দেবেন ছেলে-মেয়েরা। কিন্তু সন্তানদের তিনি যে বেশ কড়া শাসনে রাখেন তার প্রমাণ দিলেন নিজেই। তিনি শাহরুখ খান। সম্প্রতি তাঁর মেয়ে সুহানার প্রসঙ্গে বলতে গিয়ে বললেন, ‘‘যদি কেউ সুহানাকে চুমু খেতে চায়, আমি তার ঠোঁট ছিঁড়ে নেব।’’

Advertisement

ঘটনাটি ঠিক কী? সম্প্রতি ‘কফি উইথ কর্ণ’তে আসন্ন ছবি ‘ডিয়ার জিন্দেগি’-র প্রচারে গিয়েছিলেন শাহরুখ-আলিয়া। সেখানে বাবার সঙ্গে সন্তানদের রিলেশনশিপ নিয়ে আলোচনা হয়। সে প্রসঙ্গেই হাসতে হাসতে মেয়ে সুহানাকে নিয়ে ওই মন্তব্য করেন কিঙ্গ খান। এমনকী কর্ণকে তিনি এও বলেন, যদি সুহানাকে কেউ চুমু খাচ্ছে এমন ছবি তাঁর হাতে আসে তা যেন তিনি দিয়ে দেন।

এমনিতে শাহরুখ আরিয়ান, সুহানার কাছে বাবার থেকে অনেক বেশি বন্ধু। ছোট্ট আব্রামকেও যথেষ্ট সময় দেন শাহরুখ। এমনকী গৌরীও বাবার ভূমিকায় শাহরুখের প্রশংসাই করেছেন। তিনি হঠাত্ এমন মন্তব্য কেন করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে বলি মহলের অন্দরেই। আবার কেউ বা বলছেন, এ নেহাত শাহরুখের মজার মন্তব্য।

Advertisement

আরও পড়ুন, ‘ঐশ্বর্যাকে চুমু খাওয়াটা সুযোগের সদ্‌ব্যবহার’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement