Entertainment News

‘ব্র্যাঞ্জোলিনা’র সম্পর্ক এ বার তথ্যচিত্রে

‘ব্র্যাঞ্জোলিনা’। পেজ-থ্রিতে উল্লেখযোগ্য নাম। হতে পারে এই জুটি এখন ভেঙে গিয়েছে। ব্যক্তি জীবনে বিচ্ছেদের পথে হেঁটেছেন ব্র্যাড পিট এবং অ্যাঞ্জোলিনা জোলি। কিন্তু তাতে তো এই সম্পর্কের ইতিহাস হওয়ার পথে কোনও বাধা নেই। ভাবছেন, ইতিহাসে ঢুকে পড়ার কারণ?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৭ ১১:১৭
Share:

তখন সুখের সময়।— ফাইল চিত্র।

‘ব্র্যাঞ্জোলিনা’। পেজ-থ্রিতে উল্লেখযোগ্য নাম। হতে পারে এই জুটি এখন ভেঙে গিয়েছে। ব্যক্তি জীবনে বিচ্ছেদের পথে হেঁটেছেন ব্র্যাড পিট এবং অ্যাঞ্জোলিনা জোলি। কিন্তু তাতে তো এই সম্পর্কের ইতিহাস হওয়ার পথে কোনও বাধা নেই। ভাবছেন, ইতিহাসে ঢুকে পড়ার কারণ?

Advertisement

আরও পড়ুন, বয়স লুকিয়েছেন শাহরুখ খান!

কারণটা খুব সহজ। ব্র্যাড-অ্যাঞ্জোলিনার সম্পর্ক নিয়ে এ বার তথ্যচিত্র তৈরি হবে। তাঁদের বিয়ে, সন্তান, সম্পর্ক, বিচ্ছেদ— সব কিছু নিয়েই তথ্যচিত্র তৈরি করতে চান কানাডিয়ান লেখক ইয়ান হালপেরিন। গত বছর সেপ্টেম্বরে আলাদা হয়ে যাওয়ার কথা প্রকাশ্যে জানান এই জুটি। তারপরই তথ্যচিত্রের ভাবনা মাথায় আসে ইয়ানের। সূত্রের খবর, যাবতীয় তথ্য জোগাড়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ২০১০-এ ‘গন টু সুন’ নামে একটি তথ্যচিত্রের পরিচালক তথা প্রযোজক ছিলেন ইয়ান। এ বার ‘ব্র্যাঞ্জোলিনা’কে নিয়ে তাঁর নতুন তথ্যচিত্রের ওপরও নজর থাকবে গোটা বিশ্বের।

Advertisement

আরও পড়ুন, প্রিয়ঙ্কার সঙ্গে তুলনা শুনে রেগে গেলেন দীপিকা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement