Ibrahim Ali Khan

বলিউড অভিষেকের পর কটাক্ষের শিকার ইব্রাহিম! সইফ-পুত্রের পাশে পরিচালক, কী ভবিষ্যদ্বাণী করলেন?

‘নাদানিয়াঁ’ ছবিটি দর্শকদের পছন্দ হয়নি। ছবির দুই অভিনেতা ইব্রাহিম আলি খান এবং খুশি কপূরও লাগাতা কটাক্ষের শিকার হয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৩:৩৪
Share:

‘নাদানিয়াঁ’ ছবির একটি দৃশ্যে ইব্রাহিম আলি খান। ছবি: সংগৃহীত।

গত সপ্তাহে মুক্তি পেয়েছে ইব্রাহিম আলি খান অভিনীত ছবি ‘নাদানিয়াঁ’। সইফ আলি খানের বড় ছেলেকে বলিউডে সুযোগ দিয়েছেন কর্ণ জোহর। সকলের ভাগ্য ইব্রাহিমের মতো হয় না। কিন্তু সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন নবাগত অভিনেতা। ছবির মুক্তির পর থেকেই ক্রমাগত সমালোচনার শিকার হয়েছেন ইব্রাহিম। কিন্তু তাঁর পাশে দাঁড়িয়েছেন বলিউডের এক পরিচালক।

Advertisement

ছবি দেখার পর অনেকেই দাবি করেছেন, ইব্রাহিমের কেরিয়ার বেশি দূর অগ্রসর হবে না। কারণ এই ছবিতে তাঁর অভিনয় দর্শকের মন জয় করতে পারেনি। একই ভাবে সমালোচিত হয়েছেন ছবির অভিনেত্রী খুশি কপূর। তবে ইব্রাহিমের সমর্থনে বক্তব্য রেখেছেন পরিচালক বিক্রম ভট্ট। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, এখনই ইব্রাহিমকে বিচার করা ঠিক হবে না। ‘রাজ়’ খ্যাত পরিচালক বলেন, ‘‘ছবিটা আমার পছন্দ হয়নি। কিন্তু বুঝতে পারছি না, কেন ছবিটাকে ট্রোলিংয়ের সম্মুখীন হতে হল। প্রথম ছবিতে সকলেই কি সেরা হতে পারে?’’

ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন বলেই ইব্রাহিমকে অভিনেতা হিসেবে স্বীকৃতি দিতে চাইছেন বিক্রম। ছবি সফল হল বা অসফল— তা তাঁর কাছে পরোক্ষ বিষয়। পরিচালকের যুক্তি, ‘‘প্রথম অভিনয়। তাঁকে তো সুযোগ দিতেই হবে।’’ একই সঙ্গে সইফের সঙ্গে ইব্রাহিমের তুলনা প্রসঙ্গেও কথা বলেছেন বিক্রম। তিনি বলেন, ‘‘ইব্রাহিমকে তো ওর বাবার মতোই দেখতে। তাই তুলনা হবেই। প্রথম ছবি হিসেবে তো ও সইফের প্রথম ছবির থেকেও ভাল অভিনয় করেছে।’’

Advertisement

ইব্রাহিমের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিক্রম। পরিচালকের কথায়, ‘‘আমি লিখে দিতে পারি আগামী দিনে ইব্রাহিম বড় তারকা হয়ে উঠবে।’’ এখন বিক্রমের ভবিষ্যদ্বাণী আদৌ সত্য হয় কি না, দেখা যাক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement