Entertainment News

শাহরুখের হাত ধরে গোয়ায় শুরু হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব

পানাজির কাছে বাম্বোলিমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে এ দিন উপস্থিত থাকবেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানি, গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর, বলিউড তারকা ক্যাটরিনা কইফ, শাহিদ কপূর প্রমুখ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৭ ১৪:০৮
Share:

শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

সোমবার থেকে গোয়ায় শুরু হচ্ছে ৪৮তম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। আজ সন্ধ্যায় শাহরুখ খান উদ্বোধন করবেন এই উত্সবের। শেষ দিনে হাজির থাকবেন সলমন খান।

Advertisement

আরও পড়ুন, পেন-এক রাতানারুয়াং— এত দিন কোথায় ছিলে গুরু!

পানাজির কাছে বাম্বোলিমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে এ দিন উপস্থিত থাকবেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানি, গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর, বলিউড তারকা ক্যাটরিনা কইফ, শাহিদ কপূর প্রমুখ। অমিতাভ বচ্চনের হাতে তুলে দেওয়া হবে ‘ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার’-এর পুরস্কার। লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাবেন কানাডিয়ান পরিচালক অ্যাটম ইগোয়ান।

Advertisement

আরও পড়ুন, এ বারের ফেস্টিভ্যালে চমকে দিল ‘দ্য হোলি ফিস’

ফিল্ম ফেস্টিভ্যালের ডিরেক্টরেট এবং গোয়া সরকারের এন্টারটেনমেন্ট সোসাইটি যৌথ ভাবে এই ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করেছে। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিনে ৮২টি দেশের ১৯৫টি ছবি দেখানো হবে। ইরানি পরিচালক মাজিদ মাজিদের ছবি ‘বিওন্ড দ্য ক্লাউডস্’ দিয়ে উত্সবের সূচনা হবে। আগামী ২৮ নভেম্বর ইন্দো-আর্জেন্তিনার যৌথ প্রযোজনার ছবি ‘থিঙ্কিং অফ হিম’ দিয়ে সমাপ্তি হবে চলতি বছরের উত্সবের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন