Entertainment news

কপিরাইটের গেরোয় গায়ক এস পি বালসুব্রহ্মণ্যম

কপিরাইটের নিয়ম লঙ্ঘন করেছেন, এই অভিযোগ এনে গায়ক এস পি বালসুব্রহ্মণ্যমকে আইনি নোটিস পাঠালেন কম্পোজার ইলাইয়ারাজা। এস পি এখন তাঁর দল নিয়ে ওয়ার্ল্ড মিউজিক্যাল ট্যুরে রয়েছেন। টরেন্টো, রাশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং দুবাইয়ে ইতিমধ্যেই পারফরম্যান্স করেছে তাঁর দল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৭ ১৮:৫৮
Share:

কপিরাইটের নিয়ম লঙ্ঘন করেছেন, এই অভিযোগ এনে গায়ক এস পি বালসুব্রহ্মণ্যমকে আইনি নোটিস পাঠালেন কম্পোজার ইলাইয়ারাজা।

Advertisement

এস পি এখন তাঁর দল নিয়ে ওয়ার্ল্ড মিউজিক্যাল ট্যুরে রয়েছেন। টরেন্টো, রাশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং দুবাইয়ে ইতিমধ্যেই পারফরম্যান্স করেছে তাঁর দল। সব জায়গাতেই ইলাইয়ারাজার কম্পোজিশনের গান করে দর্শকদের মাতিয়েছেন। কিন্তু বিখ্যাত কম্পোজারের কাছে থেকে হঠাত্ আইনি নোটিসে মাথায় বাজ পড়ার মতো অবস্থা তাঁর ট্রুপের।

আরও পড়ুন: ‘দুই ভাষার বেগমজানের জন্য প্রথম পছন্দ ছিলেন বিদ্যাই’

Advertisement

এস পি বলেন, এ সব আইনি বিষয়গুলি আমার জানা ছিল না। তবে এ রকম কোনও আইন থাকলে তা অবশ্যই মানব।

পাশাপাশি তিনি ফেসবুক পোস্টে লেখেন, এ বিষয়টাকে যেন সেনসেশনাল না করা হয়। সত্যিই এটা দুর্ভাগ্যজনক।

তবে এ রকম একটা পরিস্থিতিতে কনসার্ট কখনওই বন্ধ হওয়া উচিত নয় বলে মনে করে গায়ক। তিনি বলেন, ঈশ্বরের কৃপায় আমি আরও কম্পোজারের গান গেয়েছি। এখন বাকি ট্র্যুরে সেই গান গেয়েই চালিয়ে দেব। আপনাদের আশীর্বাদ আমার সঙ্গে আছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন