হাসপাতাল থেকে ছাড়া পেয়েই কাজে ফিরলেন ইলাইয়ারাজা

শুধু হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার অপেক্ষা। কোনও রকম বিশ্রামের তোয়াক্কা না-করেই কাজ শুরু করে দিলেন সংগীত পরিচালক ইলাইয়ারাজা। শ্বাসকষ্টের জন্য গত শুক্রবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

শুধু হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার অপেক্ষা। কোনও রকম বিশ্রামের তোয়াক্কা না-করেই কাজ শুরু করে দিলেন সংগীত পরিচালক ইলাইয়ারাজা। শ্বাসকষ্টের জন্য গত শুক্রবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবারই চিকিৎসকরা জানিয়েছিলেন, ৭২ বছরের এই প্রবীণ সংগীত পরিচালকের অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ইলাইয়ারাজা সোজা চলে যান একটি ছবির সংগীত কম্পোজিশনের কাজে। ‘নায়াগন’, ‘সদমা’, ‘স্বাতী মুত্থিয়ম’, ‘হে রাম’এর মতো ছবির সংগীত পরিচালক ২০১০ সালে পদ্মভূষণ পেয়েছিলেন। সম্প্রতি অমিতাভ বচ্চন অভিনীত ‘শামিতাভ’এর সংগীত পরিচালনা করেছিলেন ইলাইয়ারাজা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement