Entertainment News

১৬ বছর বয়সের ইভটিজিংয়ে ডিপ্রেশনে চলে গিয়েছিলেন এই নায়িকা!

আর দিন কয়েকের মধ্যেই দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস। যতই ঢাকঢোল পিটিয়ে সেলিব্রেশন হোক না কেন, ভারতীয় সমাজে মেয়েদের অবস্থান ঠিক কোথায়? সম্প্রতি এ ধরনের এক আলোচনায় সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের ভয়ঙ্কর অতীত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অভিনেত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৭ ১৩:০৪
Share:

আর দিন কয়েকের মধ্যেই দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস। যতই ঢাকঢোল পিটিয়ে সেলিব্রেশন হোক না কেন, ভারতীয় সমাজে মেয়েদের অবস্থান ঠিক কোথায়? সম্প্রতি এ ধরনের এক আলোচনায় সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের ভয়ঙ্কর অতীত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ।

Advertisement

ঘটনাটি ঠিক কী? ইলিয়ানার কথায়, ‘‘তখন আমার ১৬ বছর বয়স। রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু ছেলে আমাকে কটূক্তি করে। খুব খারাপ কিছু কথা বলেছিল। আমি এতটাই ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যে, মনে হত এটা কি আমার দোষেই হল? অনিচ্ছাকৃত ভাবে আমি কি এমন কোনও আচরণ করলাম, যাতে ওরা এই কাজটা করতে উত্সাহ পেল?’’

আরও পড়ুন, অস্কারের ব্যাক স্টেজে প্রিয়ঙ্কার টাকিলা শট!

Advertisement

সে সময় বেশ কয়েক মাস ঘটনাটি নিজের মধ্যে চেপে রেখে হাঁফিয়ে উঠেছিলেন ইলিয়ানা। তারপর গোটা বিষয়টি মাকে খুলে বলেন। বিষয়টির নিষ্পত্তি করতে ওই ছেলেগুলির সঙ্গে কথা বলতে চেয়েছিলেন তিনি। এমনকী যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে কারণে পুলিশেও অভিযোগ দায়ের করেছিলেন। ইলিয়ানা বলেছেন, ‘‘এই ধরনের সমস্যায় পড়লে লজ্জায় অনেক মেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। আমি তো অন্তত মাকে পাশে পেয়েছিলাম।’’

অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ।

সম্প্রতি এই ধরনের সমস্যায় পড়া একজনকে সোশ্যাল মিডিয়ায় সাপোর্ট করেছেন নায়িকা। সে প্রসঙ্গেও উঠে এসেছে তাঁর অতীতের প্রসঙ্গ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন