ইমরানকে নিয়ে রোম্যান্টিক মুডে বাইক রাইডে এষা

ফের এক সঙ্গে ইমরান হাসমি-এষা গুপ্তা। ‘জন্নত টু’ এবং ‘রাজ থ্রি’-তে এর আগে দর্শকদের মন কেড়েছিল এই সিজলিং জুটি। এবার এই হট ডুও-র কেমস্ট্রিকে নিজের নয়া মিউজিক ভিডিওতে নিয়ে আসছেন ভূষণ কুমার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৫ ১৫:৪৭
Share:

ফের এক সঙ্গে ইমরান হাসমি-এষা গুপ্তা। ‘জন্নত টু’ এবং ‘রাজ থ্রি’-তে এর আগে দর্শকদের মন কেড়েছিল এই সিজলিং জুটি। এবার এই হট ডুও-র কেমস্ট্রিকে নিজের নয়া মিউজিক ভিডিওতে নিয়ে আসছেন ভূষণ কুমার। ইমরান-এষার জন্য সফ্ট রোম্যান্টিক ট্র্যাক ‘ম্যায় রহু ইয়া না রহু’ লিখেছেন রেশমি ভিরাগ। সুর দিয়েছেন অমল মালিক। গেয়েছেন আরমান মালিক।

Advertisement

গোয়ার চোখ ধাঁধানো লোকেশনে গানটির শ্যুটিং হয়েছে। পরিচালকের ইচ্ছা ছিল গানটির একটি দ়ৃশ্যে ইমরানকে পিছনে বসিয়ে বাইক চালাবেন এষা। কিন্তু, এষা তো বাইক চালাতেই পারেন না! তাহলে উপায়? বডি ডবলের প্রস্তাব দিয়ে ছিলেন ভূষণ কুমার। কিন্তু, পিছু হঠতে নারাজ নায়িকা। জানালেন বাইকটা নিজেই চালাবেন তিনি। সবাইকে অবাক করে দিয়ে মাত্র কয়েক ঘণ্টাতে মোটামুটি রপ্তও করে নিলেন বাইক চালানো।

এষা-ইমরান কেমিস্ট্রি

Advertisement

একেবারে ‘এই পথ যদি না শেষ হয়’-এর রোল রিভার্স। ইমরানকে পেছনে বসিয়ে বাইক ছোটালেন এষা। চলল ক্যামেরা। মাত্র এক কাটেই সাঙ্গ হল শ্যুটিং। বেজায় খুশ পরিচালক।

ক্যামেরা শাটার যেখানে বন্ধ হল, সেখান থেকে ফের শুরুয়াত করলেন এষা। সেই ইমরানকে সঙ্গে করে গোয়ার পথে লং ড্রাইভে পাড়ি দিলেন সুন্দরী। তবে এবার আর অনস্ক্রিন নয়, পুরোটাই জমা পড়ল অফস্ক্রিনের খাতায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement