আমিরের সম্পত্তি নিয়ে ইমরানের মন্তব্য! ছবি: সংগৃহীত।
বলিউডে পা রাখার সঙ্গে সঙ্গে সাড়া জাগিয়েছিলেন। ইমরান খানের মহিলা ভক্তের সংখ্যাও কম ছিল না সেই সময়ে। সম্পর্কে তিনি আমির খানের ভাগ্নে। তাই অনেকেই মনে করেছিলেন, তাঁর পক্ষে বলিউডে টিকে থাকা কোনও ব্যাপারই নয়। কিন্তু বাস্তব মোটেই এমন মসৃণ নয়। বাইরে থেকে তারকার পরিবার মনে হলেও, আসলে বিষয়টা ঠিক উল্টো। জানালেন ইমরান নিজেই। বললেন, ‘আমির খান তো আমার মায়ের তুতো ভাই। তাই তাঁর সম্পত্তি ও প্রতিপত্তিতে আমার কোনও জায়গা নেই।”
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়সফর নিয়ে কথা বলেছেন ইমরান। আমিরের প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, পারিবারিক যোগ আছে নিশ্চয়ই। কিন্তু আমিরের সম্পত্তি মোটেই তাঁর কাছে আসছে না। তাই তাঁকে সুবিধাপ্রাপ্ত ভাবার কোনও কারণই নেই। অভিনেতার টাকাপয়সা নিয়ে খুব বেশি আগ্রহও নেই। একবার নাকি সোনার আইফোন পাওয়ার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন। তার বদলে বাড়িতে ঘুমোচ্ছিলেন।
সেই সময়ে দুবাই গিয়েছিলেন ইমরান। পর পর বেশ কয়েকটি সাক্ষাৎকার দিয়ে তিনি ক্লান্ত হয়ে হোটেলে ফিরেছিলেন। তখন তাঁর আপ্তসহায়ক জানান, দুবাইয়ের একটি সোনার দোকান উদ্বোধন করতে যেতে হবে তাঁকে। বদলে ইমরানকে একটি সোনার আইফোন উপহার দেওয়া হবে। এই শুনে ‘জানে তু ইয়া জানে না’ খ্যাত অভিনেতা আপ্তসহায়ককে বলেছিলেন, “ধন্যবাদ। কিন্তু আমার দরকার নেই। তুমি সোনার আইফোন রাখো। আমি এখন গরম জলে স্নান করে কিছু পান করব। তার পরে ঘুমিয়ে পড়ব। এটাই আমার দরকার।” পরের দিন সকালেই উড়ান ছিল ইমরানের। তাই ক্লান্তি নিয়ে তিনি আর সোনার আইফোনের লোভে দোকানে যাননি। তবে তাঁর বদলে অন্য এক অভিনেতা এই ফোন পেয়েছিলেন।