Entertainment News

‘আমার কাছে রাজের নম্বর পর্যন্ত নেই!’

রাজ-শুভশ্রীর বিয়ের দিন ঘোষণার পর বললেন রাজের প্রাক্তন প্রেমিকা পায়েল সরকার। নারী দিবসের পরের দিন স্রবন্তী বন্দ্যোপাধ্যায়কে সাক্ষাৎকার দিতে গিয়ে জানতে চাইলেন, আজও কেন নায়িকাদের কাজের চেয়ে প্রেম বা সম্পর্ক নিয়ে বেশি কথা হয়?রাজ-শুভশ্রীর বিয়ের দিন ঘোষণার পর বললেন রাজের প্রাক্তন প্রেমিকা পায়েল সরকার। নারী দিবসের পরের দিন স্রবন্তী বন্দ্যোপাধ্যায়কে সাক্ষাৎকার দিতে গিয়ে জানতে চাইলেন, আজও কেন নায়িকাদের কাজের চেয়ে প্রেম বা সম্পর্ক নিয়ে বেশি কথা হয়?

Advertisement
শেষ আপডেট: ১০ মার্চ ২০১৮ ১৫:১৫
Share:

পায়েল সরকার। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

প্রশ্ন: বেশ তো, সরাসরি কাজের কথা দিয়ে আপনার সাক্ষাৎকার শুরু করছি। ভাল অভিনয় সত্ত্বেও পায়েল সরকারকে ইদানীং কম দেখা যায় কেন?

Advertisement

পায়েল: কম দেখা যায় বলতে কী বোঝেন? আমি কোনও দিনই পেজ থ্রি-তে ছবি ছাপানো বা পার্টি করার লোক নই। আর পার্টি করলেও সেটা প্রাইভেট রাখতে পছন্দ করি। এ বছর কমলেশ্বর মুখোপাধ্যায়ের দুটো ছবি ‘মুখোমুখি’ আর ‘গুড নাইট সিটি’-তে খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছি। দুটোই ফেস্টিভালে যাবে। তার পর রিলিজ। সময় তো দেব না কি? আর আমি কোনও দিনই বছরে বারোটা ছবি করব বলে ভাবিনি। এখন তো এস কে মুভিজের সঙ্গেও কাজ করছি। জয়দীপদার পরিচালনায় কাজ করে খুবই ভাল লাগছে। হিমাংশুও এত ভাল মানুষ!

আর শাকিব?

Advertisement

পায়েল: ও রকম ডিসেন্ট হিরো আমি খুব কম দেখেছি। কী যে ভাল দেখতে। সহ-অভিনেতাকে খুব সম্মান করে।

শুভশ্রী তো একচেটিয়া এস কে-র সঙ্গে কাজ করতেন, সেখানে আপনি চলে এলেন!

পায়েল: দেখুন এই সব প্রশ্ন করবেন না। এগুলোর কোনও উত্তর আমার কাছে নেই। সবাই সব ক্ষেত্রেই কাজ করতে পারে। আপনি ঘুরে ফিরে রাজ-শুভশ্রীর কথা শুনতে চাইছেন কেন? কথা তো ছিল কাজ নিয়ে প্রশ্ন করবেন।

আপনি একটু চুপচাপ হয়ে গেছেন!

পায়েল: নাহ, নিজের ঢাক পেটাতে ভালবাসি না। তবে শুধু ছবি নিয়ে কিন্তু আজকাল কম লেখা হচ্ছে বলে আমার মনে হয়। হয়তো এর কোনও কারণ থাকবে। জানি না। দেখুন, আমরাও কিন্তু সাংবাদিকদের স্টাডি করি, যেমন সাংবাদিকরা আমাদের স্টাডি করেন। আমি কোনও ঠিক-ভুল বিচার করছি না। কিন্তু দেখেছি, কাজের চেয়ে সম্পর্ক নিয়ে বেশি লেখা হয় আজকাল।

আরও পড়ুন, ‘বকুলকে ভয় পেয়ে কেউ আমায় প্রপোজ করে না!’

যেমন?

পায়েল: আমি যখন গাড়ি কিনেছিলাম লেখা হয়েছিল আমায় প্রযোজক শ্যামসুন্দর দে আমায় গাড়ি দিয়েছেন। যেন আমি এত দিন ইন্ডাস্ট্রিতে কাজ করে গাড়ি কিনতে পারি না! বাড়ি কিনলাম, তাতেও শুনলাম ওটা প্রযোজক দিয়েছে। মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রি নয়। সমাজটাই এ রকম। কোথাও বদল হয়নি।

অন্য প্রসঙ্গে আসি। শেষ বাংলা ছবি কী দেখলেন?

পায়েল: শেষ বাংলা ছবি? ‘পোস্ত’। আমি শিবুদার সঙ্গে কাজ করতে চাই। এক বার কথা হয়েও কাজ হয়নি। ইচ্ছে আছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করার।


শুটিংয়ের জন্য রেডি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

আপনার কি কমার্শিয়াল ছবির দিকে ঝোঁক বেশি?

পায়েল: একটা সময় যখন শ্রাবন্তী, মিমি, নুসরৎ— এরা কমার্শিয়াল ছবি করছে, পাওলি, রাইমা নিউ এজ ছবি করছে তখন আমায় প্রশ্ন করা হত, আপনি কোন ধারার? আমি কিন্তু তখনই দু’ধরনের ছবি করছি। আমি ‘আই লাভ ইউ’ করেছি, তারপর ‘ক্রস কানেকশন’ করেছি। ‘গোলেমালে’ করে ‘চতুষ্কোণ’ করেছি। এখন মিমি, নুসরৎ আরবান ছবি করছে। দেব নিজেকে ভাঙছে। আমি কিন্তু অনেক দিন আগে থেকেই দু’ধারার ছবিতে কাজ করেছি। এই ক্রেডিটটা আমি নেব।

শেষ হিন্দি ছবি কী দেখলেন?

পায়েল: ‘পদ্মাবত’। উফফ! রণবীর সিংহ কী অভিনয় করেছে, আমাদের শেখা উচিত! নিজেকে আস্তে আস্তে কোথায় নিয়ে গেছে রণবীর।আমাদের তো একটা ছবি হিট হলেই মাটিতে পা পড়ে না। শুধু এক জন সুপারস্টারকে দেখলাম আজও কি স্বাভাবিক।

কে?

পায়েল: ঋতুপর্ণা সেনগুপ্ত। এত ভাল স্বভাব, ভাবা যায় না। মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রিতে কেমন লড়াই করে নিজের জায়গা বাঁচিয়ে রেখেছে, জাস্ট ভাবা যায় না।অনেক শেখার আছে।

আরও পড়ুন, 'যা নই, তা দেখানোর চেষ্টা করি না'

আপনি বিরক্ত হবেন। তা-ও এই প্রশ্ন করতেই হবে। রাজ-শুভশ্রীকে আপনার কিছু বলার নেই?

পায়েল: রাজ আর শুভশ্রীর সামনের জীবনের জন্য আমার শুভেচ্ছা।

শুনেছি রাজের সঙ্গে আজও নাকি যোগাযোগ রাখেন?

পায়েল: রাজের মোবাইল নম্বর পর্যন্ত নেই আমার কাছে! তবে শুভশ্রীর নম্বর আছে। দেখা হলে কথাও হয়। প্লিজ এটাই সত্যি। রাজের সঙ্গে যোগাযোগ নেই। আর কিছু জিজ্ঞেস করবেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন