লস অ্যাঞ্জেলেসের রাস্তায় জকোভিচের সঙ্গে কে এই বলি সুন্দরী?

মঙ্গলবার রাতে লস অ্যাঞ্জেলেসের রাস্তায় জকোভিচের নয়া সঙ্গিনীকে দেখে তো চমকে গিয়েছিল তামাম পশ্চিমি মিডিয়া। একটি ব্রিটিশ অনলাইন সাইটতো জোকারের এই নয়া ‘বান্ধবী’-র রূপ আর ড্রেস সেন্স নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। কিন্তু কে এই সুন্দরী?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৬ ১৫:৩১
Share:

মঙ্গলবার রাতে লস অ্যাঞ্জেলেসের রাস্তায় জকোভিচের নয়া সঙ্গিনীকে দেখে তো চমকে গিয়েছিল তামাম পশ্চিমি মিডিয়া। একটি ব্রিটিশ অনলাইন সাইটতো জোকারের এই নয়া ‘বান্ধবী’-র রূপ আর ড্রেস সেন্স নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। কিন্তু কে এই সুন্দরী?

Advertisement

চিনতে গিয়ে কালঘাম ছুটল বিদেশি মিডিয়ার। তবে সেই রহস্য বেশি ক্ষণ স্থায়ী হয়নি। কিছু ক্ষণ পরেই জানা গেল নোভাক জকোভিচের সঙ্গে কালো সাদা শর্ট ড্রেসের তন্বী আসলে দীপিকা পাড়ুকোন।

আপাতত নিজের কেরিয়ারের তুঙ্গে দীপিকা। বলিউডের সঙ্গে সঙ্গে এখন তিনি ব্যস্ত তাঁর হলিউড কেরিয়ার নিয়েও। ট্রিপল এক্স-এ ভিন ডিজেলের বিপরীতে হলিউডেও এই বলি ডিভার ধুঁয়াধার এন্ট্রিটাও হয়ে গেছে।

Advertisement

তবে জকোভিচের সঙ্গে দীপিকার বন্ধুত্ব আজকের নয়। ২০১৪ সালে আইপিটিএল-এর একটি প্রর্দশনী ম্যাচে এই ট্রেনিস আইকনের সঙ্গে আলাপ দীপিকার। জকোভিচের বউ জেলেনার সঙ্গেও প্রকাশ পাড়ুকোন কন্যের ভালই দোস্তি।

আরও পড়ুন-মা-বাবা চাননি আমার জন্ম হোক, আনওয়ান্টেড ছিলাম


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement