Pandit Channulal Mishra demise

প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ছন্নুলাল মিশ্র! ভেন্টিলেশনে না রাখার অনুরোধ ছিল বর্ষীয়ান শিল্পীর?

বাবার মৃত্যুর খবর পেয়ে দিল্লি থেকে মির্জ়াপুরের পথে রওনা দিয়েছেন পুত্র তথা তবলাশিল্পী রামকুমার মিশ্র। বিমানের টিকিট না মেলায়, সড়কপথেই তিনি রওনা দেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১০:১৩
Share:

প্রয়াত ছন্নুলাল মিশ্র। ছবি: সংগৃহীত।

শাস্ত্রীয় সঙ্গীতজগতে শোকের ছায়া। প্রয়াত শিল্পী ছন্নুলাল মিশ্র। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বর্ষীয়ান শিল্পীর বয়স হয়েছিল ৯১।

Advertisement

জানা যাচ্ছে, শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে কাশীতে। বারাণসীর ঘাটে তাঁর মরদেহ নিয়ে আসা হবে। ছন্নুলাল মিশ্রের কন্যা নম্রতা মিশ্র জানিয়েছেন, বুধবার রাত থেকে শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের তরফে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। উত্তরপ্রদেশের মির্জ়াপুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বাবার মৃত্যুর খবর পেয়ে দিল্লি থেকে মির্জ়াপুরের পথে রওনা দেন পুত্র তথা তবলাশিল্পী রামকুমার মিশ্র। বিমানের টিকিট না মেলায়, সড়কপথেই তিনি রওনা দেন। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে তাঁর পৌঁছোনোর কথা।

Advertisement

গত কয়েক মাস ধরে নানা রকমের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ছন্নুলাল মিশ্র। ১১ সেপ্টেম্বর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। মির্জ়াপুর মেডিক্যাল কলেজের ১৫ জন চিকিৎসকের একটি দল তাঁর চিকিৎসা করছিল। চিকিৎসা চলছিল শিল্পীর বাড়িতেই। শেষের দিকে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় এবং হিমোগ্লোবিন অতিরিক্ত কমে যায়। শ্বাসযন্ত্রেও সমস্যা দেখা দিয়েছিল। কিন্তু শিল্পীর অনুরোধ ছিল, তাঁকে যেন ভেন্টিলেশনে না রাখা হয়। সেই অনুরোধের কথা মাথায় রেখেই বিকল্প পদ্ধতিতে চিকিৎসা করা হচ্ছিল তাঁর।

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে এক গুরুত্বপূর্ণ নাম ছন্নুলাল মিশ্র। উত্তর ভারতের বেনারস (বারাণসী) ঘরানার সঙ্গীতের জন্য জনপ্রিয় চিলেন তিনি। তাঁর গাওয়া খেয়াল, ঠুংরি, দাদরা, কাজরি ও ভজন বিশেষ পছন্দ ছিল শ্রোতাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement