Shah Rukh Khan

অমিতাভকেও পিছনে ফেলে দিলেন! কত সম্পত্তির অধিকারী হয়ে সবচেয়ে ধনী অভিনেতা হলেন শাহরুখ?

জানা যাচ্ছে, আন্তর্জাতিক কয়েকজন তারকাকেও ছাপিয়ে গিয়েছেন বলিউডের বাদশাহ। সেই আন্তর্জাতিক তারকাদের মধ্যে রয়েছেন টেলর সুইফ্‌ট, যাঁর সম্পত্তির পরিমাণ ১.৩ বিলিয়ন ডলার!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ১৯:১০
Share:

অমিতাভকে ছাপিয়ে গেলেন শাহরুখ। ছবি: সংগৃহীত।

শাহরুখ খান ফের প্রমাণ করলেন, তিনি সত্যিই ‘কিং খান’। ভারতের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় স্থান পেলেন বলি তারকা। পাশাপাশি এই প্রথম কোনও ভারতীয় তারকা ‘বিলিয়নিয়ার ক্লাব‍’-এ জায়গা করে নিলেন।

Advertisement

বর্তমানে শাহরুখের সম্পত্তির পরিমাণ ১২,৪৯০ কোটি টাকা। এই পরিমাণ সম্পত্তি নিয়েই তিনি ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হয়েছেন। জানা যাচ্ছে, আন্তর্জাতিক কয়েকজন তারকাকেও ছাপিয়ে গিয়েছেন বলিউডের বাদশা। সেই আন্তর্জাতিক তারকাদের মধ্যে রয়েছেন টেলর সুইফ্‌ট, যাঁর সম্পত্তির পরিমাণ ১.৩ বিলিয়ন ডলার এবং আর্নল্ড স্কোয়ারজ়েনেগর, যাঁর সম্পত্তির পরিমাণ ১.২ বিলিয়ন ডলার। তালিকায় রয়েছেন সেলেনা গোমেজ্ ও জেরি সিনফেল্ডও।

‘এম৩এম হুরান ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫’-এর তালিকা অনুযায়ী শাহরুখ ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসাবে স্থান পেয়েছেন। শুধু অভিনয় নয়, বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ ও নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে উল্লিখিত পরিমাণ সম্পত্তির অধিকারী হয়েছেন শাহরুখ। এই প্রযোজনা সংস্থার রয়েছে একাধিক বক্সঅফিস কাঁপানো ছবি, যেমন ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘রইস’, ‘পাঠান‍’ ইত্যাদি। এ ছাড়াও ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ’-এ ‘কলকাতা নাইট রাইডার্স’ দলের মালিকও শাহরুখ। সেখান থেকেও বড় অঙ্কের আয় হয় তারকার। বেশ কিছু বিজ্ঞাপন ও ব্র্যান্ডের প্রচারের মাধ্যমেও আয় করেন তিনি।

Advertisement

ভারতীয় অভিনেতাদের তালিকায় শাহরুখের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন জুহি চাওলা, যাঁর সম্পত্তির পরিমাণ ৭,৭৯০ কোটি টাকা। তৃতীয় স্থানে ২,১৬০ কোটি টাকার সম্পত্তি নিয়ে রয়েছেন হৃতিক রোশন। চতুর্থ স্থানে রয়েছেন কর্ণ জোহর এবং পঞ্চম স্থানে অমিতাভ বচ্চন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement