Selena Gomez

‘জয় শ্রীরাম ধ্বনি তুলতে হবে!’ এ বার সেলেনা গোমেজ়ের কাছে দাবি এক ভারতীয় ভক্তের

দেখা যাচ্ছে, এক ভারতীয় অনুরাগীর অনুরোধে তাঁর সঙ্গে নিজস্বী তুলছেন সেলেনা। ছবি তোলার পরে সেই অনুরাগীর অনুরোধ, “এক বার জয় শ্রীরাম বলুন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১৮:৫৭
Share:

সেলেনা গোমেজ়। ছবি: সংগৃহীত।

‘জয় শ্রীরাম’ বলতেই হবে! এ বার মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ়ের কাছে এই আর্জি রাখা হল। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ল মুহূর্তে।

Advertisement

পল্লব পাইলওয়াল নামে এক চিত্রগ্রাহক এই ভিডিয়ো পোস্ট করেন সমাজমাধ্যমে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ভারতীয় অনুরাগীর অনুরোধে তাঁর সঙ্গে নিজস্বী তুলছেন সেলেনা। ছবি তোলার পরে সেই অনুরাগীর অনুরোধ, “এক বার জয় শ্রীরাম বলুন।” অনুরাগীর দাবি, এই ‘জয় শ্রীরাম’ধ্বনি খুবই পবিত্র। তাই ভক্ত হিসাবে প্রিয় তারকার মুখ থেকে তিনি এই ধ্বনি শুনতে চান।

তবে ভিডিয়োতেই স্পষ্ট, অনুরাগীর এই অনুরোধে বেশ হতভম্ব হয়ে যান সেলেনা। শেষে কিছু বুঝতে না পেরে তিনি হেসে অনুরাগীকে বলেন, “ধন্যবাদ প্রিয়”। তবে কোনও ভাবেই অনুরাগীর কথা মেনে নেননি তিনি।

Advertisement

এই ভিডিয়ো ভাইরাল হতেই সমাজমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। এক নেটাগরিক লিখেছেন, “আামার সত্যি অস্বস্তি হচ্ছে। আমি নিজেও হিন্দু। কিন্তু এটা মোটেই ঠিক হয়নি।” আর এক নেটাগরিকের স্পষ্ট বক্তব্য, “পৃথিবীতে কত কিছু নিয়ে আলোচনা করার আছে। সেখানে এমন অনুরোধ! সত্যিই লজ্জার।” আর এক জনের মন্তব্য, “ভারতকে এই ভাবে সারা বিশ্বের কাছে প্রদর্শন করার কোনও মানে আছে? এই ধরনের কাণ্ড করার আগে এরা কি ভাবে না?”

সেলেনার পোশাক দেখে বোঝা যায়, চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবের ঘটনা এটি। ‘এমিলা পেরেজ়’ ছবির জন্য সেলেনা সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন এ দিন। অনুষ্ঠানের লাল গালিচায় এই কাণ্ড ঘটিয়েছেন এই অনুরাগী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement