Entertainment News

জন্মদিনে অফিস বাঙ্ক করেই খুশি ইন্দ্রাশিস

ইন্দ্রাশিসের হাতে রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়কে নিয়ে তৈরি ‘পার্সল’-এর কাজ। খুব তাড়াতাড়ি ডাবিং শুরু হবে সে ছবির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৯ ১৩:৫৩
Share:

পরিচালক ইন্দ্রাশিস আচার্য। ছবি: ফেসবুক থেকে গৃহীত।

জন্মদিন প্রত্যেকের মতো তাঁর কাছেও স্পেশ্যাল। তবে আলাদা করে সেলিব্রেশনের মেজাজ নয়। অফিস বাঙ্ক করেই তিনি খুশি। তিনি অর্থাত্ পরিচালক ইন্দ্রাশিস আচার্য

Advertisement

টলিউডের অন্য ধারার পরিচালক বা সম্ভাবনাময় পরিচালকদের তালিকা তৈরি হলে সেখানে স্বচ্ছন্দে জায়গা করে নেবেন ইন্দ্রাশিস। কারণ ‘বিলু রাক্ষস’, ‘পিউপা’র মতো ছবি তৈরি করেছেন তিনি। জন্মদিনের পরিকল্পনা? হেসে বললেন, ‘‘জন্মদিনের আবার প্ল্যান কী এই বয়সে? সময় শেষ হয়ে আসছে, টের পাওয়া যাচ্ছে। হা হা…। অফিস বাঙ্ক করেছি, এটা বলতে পারি।’’

ইন্দ্রাশিসের হাতে রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়কে নিয়ে তৈরি ‘পার্সল’-এর কাজ। খুব তাড়াতাড়ি ডাবিং শুরু হবে সে ছবির। তার পর ছবিটি বিভিন্ন চলচ্চিত্র উত্সবে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানালেন পরিচালক। চলতি বছরের শেষে মুক্তি পেতে পারে এই ছবি।

Advertisement

আরও পড়ুন, শোকেও হাসিমুখে থাকতে হয় তারকাকে, প্রকাশ্যে ‘জ্যেষ্ঠপুত্র’র ট্রেলার

আর পরের কাজ? ‘‘আমার কাজ অত তাড়াতাড়ি হয় নাকি? এটা শেষ করে আবার বসে থাকব। প্রযোজকদের স্ক্রিপ্ট শোনাব। তার পর দেখা যাবে’’ শেয়ার করলেন ইন্দ্রাশিস।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement