মালদ্বীপে কেমন হনিমুন কাটাচ্ছেন বিপাশা-কর্ণ?

হৈ হৈ করে বিয়ে করেছেন। এ বার হনিমুনটাও তো জমিয়ে করতে হবে। বিয়ের দু’দিন পরেই হাবির সঙ্গে সোজা মালদ্বীপ উড়ে গিয়েছেন বিপস। আর সেখানে মাখোমাখো প্রেমে মজে রয়েছেন দুই লভ বার্ডস।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মে ২০১৬ ১১:৪০
Share:

হৈ হৈ করে বিয়ে করেছেন। এ বার হনিমুনটাও তো জমিয়ে করতে হবে। বিয়ের দু’দিন পরেই হাবির সঙ্গে সোজা মালদ্বীপ উড়ে গিয়েছেন বিপস। আর সেখানে মাখোমাখো প্রেমে মজে রয়েছেন দুই লভ বার্ডস। আর ভালবাসাবাসির মধ্যেও সময় করে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করতে কিন্তু ভুলছেন না জাস্ট ম্যারেড কাপল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement