মায়ের সঙ্গে এখনও ঝগড়া হয়

রং ও মোটিফেই তিনি স্বতন্ত্র। ফ্যাশন ডিজ়াইনার মাসাবা গুপ্তর সাক্ষাতে আনন্দ প্লাসলন্ডনে ডান্স অ্যান্ড মিউজ়িক নিয়ে কোর্সও শুরু করেন। কিন্তু মাঝ পথে মন সরে এল ফ্যাব্রিক, রং, মোটিফে। শুরু হল ডিজ়াইনিং। মাত্র ১৯ বছর বয়সে নিজের প্রথম কালেকশন লঞ্চ করলেন মাসাবা গুপ্ত।

Advertisement

নবনীতা দত্ত

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ০০:০০
Share:

মাসাবা গুপ্ত

ফ্যাশন নয়, বরং মিউজ়িকেই আগ্রহ ছিল তাঁর। লন্ডনে ডান্স অ্যান্ড মিউজ়িক নিয়ে কোর্সও শুরু করেন। কিন্তু মাঝ পথে মন সরে এল ফ্যাব্রিক, রং, মোটিফে। শুরু হল ডিজ়াইনিং। মাত্র ১৯ বছর বয়সে নিজের প্রথম কালেকশন লঞ্চ করলেন মাসাবা গুপ্ত। সেই শুরু... এখন তিনি আন্তর্জাতিক স্তরে স্বনামধন্যা ফ্যাশন ডিজ়াইনার। টিনএজ থেকে এখন... অনেকগুলো বছর! মাসাবার দৃষ্টিভঙ্গিতে ফ্যাশনও নিজের সংজ্ঞা বদলে ফেলেছে। ‘‘এখন ফ্যাশন নিজের জড়তা অনেকটাই কাটিয়ে উঠেছে। অনেক বেশি ব্যাপ্তি পেয়েছে। একটা সময় ছিল যখন কয়েক ধরনের পোশাকের মধ্যেই নিজের মতো একটা বেছে নিতে হতো। এখন প্রত্যেক বয়সের জন্য, প্রত্যেকের শেপের জন্য কিছু না কিছু আছে,’’ কলকাতায় জে ডব্লিউ ম্যারিয়টের ইভেন্টে এসে ফ্যাশন নিয়ে অনেক কথাই ভাগ করে নিলেন মাসাবা।

Advertisement

যেমন তাঁর কাছে ভাল পোশাকের প্রথম শর্ত, কমফর্ট। যে পোশাকে তিনি স্বচ্ছন্দ, সেই পোশাকই তাঁর পছন্দ। উৎসবে, অনুষ্ঠানে বা বিশেষ কোনও দিনে সাজার জন্য ভারী পোশাক ও গয়না তাঁর পছন্দ নয়, ‘‘এমন পোশাক বাছা উচিত যার ইমপ্যাক্ট জোরালো হবে। রং বা মোটিফ হবে ইউনিক।’’ ফ্যাব্রিকের মধ্যে অরগ্যান্জ়া মাসাবার অলটাইম ফেভরিট। প্রিয় রং অবশ্য পালটাতে থাকে। তবে সবুজঘেঁষা রংই তাঁর পছন্দের, বিশেষত মিন্ট গ্রিন।

‘‘রঙের দুনিয়ার সঙ্গে পরিচয় মায়ের হাত ধরেই। সব সন্তানকেই তাঁর মা কোনও না কোনও ভাবে ইনস্পায়ার করেন। মাকে দেখে, তাঁকে অ্যাডমায়ার করেই তো বড় হয়েছি। আমার মায়ের সাজ আমাকে ভীষণ ইনস্পায়ার করত। মা শাড়ি পরতে খুব ভালবাসেন আর রং তাঁর খুব প্রিয়। বিভিন্ন রং আমার কাছে এনেছেন মা-ই।’’

Advertisement

আরও পড়ুন: ফের বিয়ের কথা ভাবছেন হৃতিক-সুজ়ান?

নীনা গুপ্তর সঙ্গেই বেশি সময় কাটান মাসাবা। ‘‘মায়ের সঙ্গে এখনও ঝগড়া হয়। ছোট থেকে বড় ব্যাপার সবেতেই যুদ্ধ চলে! কিন্তু মায়ের দৃষ্টিভঙ্গি থেকে অনেক কিছু শিখতে পারি। আমার কাজের সমালোচনা করলেও সেটা কনস্ট্রাকটিভ। মা আমাকে ঠিক জিনিসটাই শেখান। আমার পক্ষে কথা বলার জন্য নয়, বরং মা চান আমি যেন ঠিকটা বেছে নিই।’’

যেমন মোটিফ বাছতেও মাঝেমাঝে মায়ের সঙ্গে আলোচনা করেন। তবে মোটিফের জন্য চারপাশের জিনিসেই বেশি নজর মাসাবার, ‘‘আমার চোখের সামনে যে কোনও অবজেক্ট দিয়েই আমি মোটিফ তৈরি করে ফেলি। বাড়িতে হয়তো বসে আছি। হঠাৎ চোখ চলে গেল পাখায়। সেই পাখা কোনও একটা জিওমেট্রিক শেপে বসিয়ে তৈরি করে ফেলি মোটিফ।’’

আরও পড়ুন: মাসাবার ব্রাইডাল কালেকশনে শো স্টপার রুক্মিণী

কাজের জগতেই তাঁর অনেকটা সময় কেটে যায়। দেশে-বিদেশে চলে ফ্যাশন শো। বলিউড সেলেবদের পোশাকও বানান প্রচুর। সোনম-করিনার ঘনিষ্ঠ হলেও মাসাবা পোশাক ডিজ়াইন করতে চান ঐশ্বর্যা রাই বচ্চনের জন্য। কারণ এখনও পর্যন্ত তাঁর জন্য ভাল করে পোশাক ডিজ়াইন করেননি।

তবে ভারতে ফ্যাশন ট্রেন্ড তৈরি হয় বলে মনে করেন না তিনি, ‘‘ইন্ডিয়া ঠিক ট্রেন্ড মার্কেট নয়। এখানে কোনও ট্রেন্ড আসে না বা চলে যায় না। যার যা পছন্দ তা-ই পরে। এখানে ট্রেন্ড বলতে বিয়ে, বলিউড, ক্রিকেট আর ফেস্টিভ্যাল!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন