Entertainment News

মনামী, থুড়ি ‘ইরা’র জীবনে কি নতুন কোনও সমস্যা আসছে?

অশান্তির আঁচ পরে ইরা-আকাশের বন্ধুত্বেও। তার পর?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ১৯:৪৪
Share:

ধারাবাহিকের একটি দৃশ্যে মনামী।

মনামী ঘোষ। টেলি পর্দার চেনা মুখ। বড়পর্দাতেও তাঁকে দেখেছেন দর্শক। তবে টেলিভিশনে বার বার নিজেকে উজার করে দিয়েছেন তিনি। বিভিন্ন চরিত্রে নিজেকে ভেঙেছেন, গড়েছেন। সে কারণেই ছোটপর্দাতেই তাঁর জনপ্রিয়তা বেশি।

Advertisement

এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিক ‘ইরাবতীর চুপকথা’তে অভিনয় করছেন মনামী। কেরিয়ারের শুরু থেকে এখনও পর্যন্ত লিড রোলেই তাঁকে দেখেছেন অনুরাগীরা। চলতি সপ্তাহে মনামীর চরিত্র ইরা এবং অপর এক চরিত্র আকাশের মধ্যে দ্বন্দ্বের গল্প দেখবেন দর্শক।

চিত্রনাট্য অনুযায়ী বছর শেষের রাত ইরার জন্য স্পেশ্যাল করে তোলেন আকাশ। ইরাও তাঁকে সাহায্যের প্রতিশ্রুতি দেন। এই আবহে দুই ছেলেকে নিয়ে ভারতে ফিরে আসেন মোনা। মিত্র পরিবারে অশান্তি তৈরি করেন। সেই অশান্তির আঁচ পরে ইরা-আকাশের বন্ধুত্বেও। তার পর?

Advertisement

আরও পড়ুন, দুই রাঁধুনির গল্প ‘আহা রে’, মুক্তি পেল টিজার

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement