কুণাল ঘোষ, জিৎ, মন্ত্রী অরূপ বিশ্বাস। ছবি: ফেসবুক।
পুরস্কারপ্রদান অনুষ্ঠান থেকে বিজয়া সম্মিলনী— কোথাও দেখা মেলে না তাঁর। সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বিজয়া সম্মিলনীর আয়োজন হয়েছিল। সেখানেও জিৎ অনুপস্থিত। অথচ শুক্রবার ফেডারেশন আয়োজিত বিজয়া সম্মিলনীতে সেই তিনিই হাজির!
কালো ধাক্কাপাড় ধুতি, সাদা সুতোর কাজ করা একই রঙের পাঞ্জাবি। সাজপোশাকে পাক্কা ‘বাঙালি বাবু’ জিৎ এ দিন শুধু আমন্ত্রণরক্ষাই করেননি। পাশাপাশি বসে হাসিমুখে ছবি তুলেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে। সেই ছবি ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে অভিনেতা-প্রযোজকের অবস্থান নিয়ে।
কত দিন পরে জিৎ আর দেব এক ফ্রেমে? ছবি: ফেসবুক।
এ বার কি রাজনীতির আঙিনায় দেখা মিলবে তাঁরও? ফোনে অভিনেতার সাড়া মেলে না। একই প্রশ্ন তাই রাখা হয়েছিল মন্ত্রী অরূপের কাছে। তাঁর সাফ জবাব, “আমার এ বিষয়ে কোনও বক্তব্য নেই। আমি নিজেই ফেডারেশনের বিজয়া সম্মিলনীতে আমন্ত্রিত ছিলাম!” একটু থেমে যোগ করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দায়িত্ব দিয়েছেন বলেই তিনি বিনোদন দুনিয়ার ভালমন্দ নিয়ে মাথা ঘামান। কারও ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা নিয়ে কোনও আগ্রহ নেই তাঁর। টলিউডের অন্দরের খবর, জিৎ আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি। তাই তিনি এ দিন উপস্থিত ছিলেন।
‘দুই পৃথিবী ২’ নিয়েও এ দিন কথা বলেছেন জিৎ আর দেব। উভয়েই জানিয়েছেন, বিষয়টি নিয়ে একমাত্র বলতে পারবেন প্রযোজক শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁরা। সে কথা উল্লেখ করে দুই নায়কের রসিকতা, “প্রযোজকেরা এসেছিলেন। সাংবাদিকেরা ওঁদের মিস্ করে গিয়েছেন!”