দেবের ‘প্রজাপতি’ জ্যোতির্ময়ী কুন্ডু? ছবি: সংগৃহীত।
‘প্রজাপতি ২’ নিয়ে সাড়াশব্দ না পাওয়া গেলেও ছবি তৈরির কাজ যে নীরবে এগোচ্ছে তার প্রমাণ নায়িকা নির্বাচন। আনন্দবাজার ডট কম প্রথম জানিয়েছে, ছবিতে দেবের বিপরীতে দেখা যেতে পারে জ্যোতির্ময়ী কুন্ডুকে। জ্যোতির্ময়ীর প্রথম অভিনয় ছোট পর্দায়, ‘বঁধুয়া’ ধারাবাহিকে। ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয়েছিল গত বছরের মার্চে। ছ’মাস পরে, গত সেপ্টেম্বরে ধারাবাহিকটি শেষ হয়ে যায়।
আট মাস কেটে গিয়েছে, জ্যোতির্ময়ীকে আর কোনও মাধ্যমে দেখা যায়নি।
অভিজিৎ সেন পরিচালিত, অতনু রায়চৌধুরী প্রযোজিত ‘প্রজাপতি ২’ ছবিতে দেবের বিপরীতে নায়িকা হয়ে বড় পর্দায় পা রাখতে চলেছেন, খবর ছড়াতেই টেলিপাড়ায় প্রশ্ন, এই কারণেই কি জ্যোর্তিময়ী সাময়িক অভিনয় থেকে দূরে? প্রশ্ন নিয়ে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। কী জবাব দিলেন নায়িকা?
“যে বিষয় নিয়ে গুঞ্জন ছড়িয়েছে সে বিষয়ে এখনই কিছু বলতে চাই না”, কথা শুরুই করলেন এই বক্তব্য দিয়ে। জানালেন, তিনি যে কোনও কাজ ভেবেচিন্তে করেন। দুম করে রাজি হয়ে যান না। ফলে, কাজ বা চরিত্র বাছতে তাঁর সময় লাগে। “কাজের জন্য আমার তাড়া নেই। হাতে লম্বা সময় পড়ে রয়েছে। অভিনয় দুনিয়ায় দীর্ঘ সময় থাকতে চাই। তাই ধীরেসুস্থে এগোচ্ছি”, কাজে দীর্ঘ যতি প্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করলেন অভিনেত্রী। জ্যোতির্ময়ী ভাগ্য এবং ঈশ্বরে বিশ্বাসী। তিনি মানেন, ঈশ্বর তাঁর জন্য যা নির্দিষ্ট করে রেখেছেন সেটাই পাবেন তিনি। যা পাচ্ছেন না বা পাবেন না, সেটি তাঁর নয় বলেই পাবেন না।
আগের দুটো ছবিতে দেবের বিপরীতে ছোট পর্দার নায়িকাদেরই দেখা গিয়েছে। যেমন, ‘প্রজাপতি’তে শ্বেতা ভট্টাচার্য। শ্বেতা ধারাবাহিক ‘জড়োয়ার ঝুমকো’, ‘যমুনা ঢাকী’, ‘কোন গোপনে মন ভেসেছে’র মতো সফল ধারাবাহিকের নায়িকা। আবার ‘প্রধান’ ছবিতে সৌমিতৃষা কুন্ডু। সৌমিতৃষা অভিনীত ‘মিঠাই’ ছোট পর্দায় একাধিক রেকর্ড তৈরি করেছিল। কিন্তু দুই নায়িকাকেই দেবের বিপরীতে তেমন জোরালো ভাবে দেখা যায়নি।
দেবের বিপরীতে ‘হ্যাঁ’ বলার আগে কি এই দিকটি ভেবে দেখেছেন অভিনেত্রী?
জানতে চাইতেই জবাব এল, “আদৌ ডাক পাব কি না, তা-ই জানি না। তবে দেবদার বিপরীতে অভিনয়ের সুযোগ পেলে হয়তো এত তলিয়ে ভাববও না। কারণ, ওঁর নায়িকা হওয়ার সুযোগ আমার কাছে উপরি পাওনা।” অন্যান্য মাধ্যমে কাজের ডাক পেলে অবশ্য এত সহজে রাজি হবেন না, সে কথা জানাতেও ভোলেননি। তবে মাধ্যম নিয়ে তাঁর কোনও ছুতমার্গ নেই, সাফ জানালেন জ্যোতির্ময়ী।
অবসরে কী করছেন অভিনেত্রী? অনেকে এই সময় নিজেকে আরও ঘষেমেজে তৈরি করেন। নাচ শেখেন, অভিনয়ের প্রশিক্ষণ নেন। “আমিও চুপচাপ বসে নেই। একটা সময় নিয়ম করে ভরতনাট্যম শিখতাম। ধারাবাহিকে কাজ শুরুর পর তাতে ছেদ পড়েছিল। এখন আবার সেটি ঝালাচ্ছি। আগেও মডেলিং, ফোটোশুট করতাম। এখন জোরকদমে করছি। আর পরিবারের সঙ্গে সময় কাটানো তো আছেই।”
জ্যোতির্ময়ী টের পাচ্ছেন না, কী ভাবে আট মাস চোখের পলকে কেটে গেল!