‘পাগলপ্রেমী’ কি মুক্তির পথে? ছবি: সংগৃহীত।
বছর দু’য়েক আগের কথা। ২০২৩-এ মিষ্টি প্রেমের ছবি বানাচ্ছিলেন অভিরূপ ঘোষ। নাম ‘পাগলপ্রেমী’। এই ছবি দিয়ে বড়পর্দায় নায়ক হিসাবে আত্মপ্রকাশ করার কথা আদৃত রায়ের। বিপরীতে সেই সময়ের নবাগতা আর্যা রায়। শুটিংয়ের প্রায় আশি শতাংশ শেষ। হঠাৎ, অজানা কারণে কাজ বন্ধ! ‘পাগলপ্রেমী’র ভাগ্য বিশ বাঁও জলে।
দু’বছর পরে, শুক্রবার সেই ছবিরই কিছু দৃশ্য এবং গান ফাঁস! দেখা যাচ্ছে, আদৃতের অনুরাগীদের সমাজমাধ্যমে। নিমেষে সেই ছবি এবং গানের দৃশ্য ভাইরাল। প্রশ্ন উঠেছে টলিপাড়ায়, অবশেষে কি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এসভিএফ প্রযোজিত ছবিটি? না হলে নায়ক-নায়িকার রোম্যান্টিক দৃশ্য, ছবির গান দু’বছর পরে হঠাৎ ফাঁস হতে যাবে কেন?
একই প্রশ্ন নিয়ে আনন্দবাজার ডট কম যোগাযোগের চেষ্টা করেছিল পরিচালক এবং নায়কের সঙ্গে। উভয়েই ফোনে সাড়া দেননি। এ দিকে, ছবিফাঁসের নেপথ্য কারণ হিসাবে আদৃতের অনুরাগীরা কিন্তু একের পর এক যুক্তি সাজিয়ে ফেলেছেন। যেমন, আদৃতের ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’ সদ্য শেষ হয়েছে। তাই এ বার হয়তো তিনি ছবির কাজ শেষ করতে ইচ্ছুক।
টলিপাড়া যদিও অন্য সমীকরণ দেখছে। বছর দু’য়েক আগের গুঞ্জন অনুসারে, ছবির প্রযোজক শ্রীকান্ত মোহতার সঙ্গে নায়কের নাকি মনোমালিন্য হয়েছিল। যার জেরে ছবির কয়েকটি গান আর ছোট ছোট দৃশ্যের শুটিং না করেই সরে দাঁড়িয়েছিলেন আদৃত। দুটো বছর হয়তো সেই মালিন্য মুছে দিয়েছে। ইতিবাচক কিছু ঘটতে চলেছে ‘পাগলপ্রেমী’র ভাগ্যে।
এমনও শোনা যাচ্ছে, ব্লকবাস্টার ‘সইয়ারা’র মতো আদ্যন্ত ভালবাসার ছবি বানাতে চেয়েছিলেন অভিরূপ। ছবিতে তাই নায়ক-নায়িকার ভূমিকায় তিনিও বেছেছিলেন টাটকা মুখ। ‘পাগলপ্রেমী’ আগে মুক্তি পেলে হয়তো বাংলা বক্সঅফিসে ‘সইয়ারা’র মতোই তুফান তুলত। পাশাপাশি, হাতেগরম উদাহরণ ‘ধূমকেতু’। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিটি ১০ বছর পরে মুক্তি পেয়েও ‘ইতিহাস’ তৈরি করেছে।
এই সব সাতপাঁচ ভেবেই কি তা হলে, অর্ধসমাপ্ত ছবি শেষ করার ইচ্ছা নিয়ে এগোচ্ছেন প্রযোজক-পরিচালক-নায়ক? টলিপাড়া বলছে, সবটাই সময় বলবে।