Entertainment News

টয়লেট থেকে কেন সেলফি তুললেন অক্ষয়?

সব তো ঠিকই চলছিল। তা হঠাত্ নিজের টয়লেটের ছবি কেন পোস্ট করলেন অক্ষয় কুমার? টয়লেট তো বটেই, আবার তার সামনে সেলফি তুলে তা সোশ্যাল ওয়ার্ল্ডে পোস্ট করেছেন নায়ক। কেন জানেন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৬ ১৬:৫৫
Share:

সব তো ঠিকই চলছিল। তা হঠাত্ নিজের টয়লেটের ছবি কেন পোস্ট করলেন অক্ষয় কুমার? টয়লেট তো বটেই, আবার তার সামনে সেলফি তুলে তা সোশ্যাল ওয়ার্ল্ডে পোস্ট করেছেন নায়ক। কেন জানেন?

Advertisement

আসলে অক্ষয়ের আসন্ন ছবি ‘টয়লেট এক প্রেম কথা’-র শুটিং শুরু হয়ে গেল। আর তার প্রথম দৃশ্যের শুটিং হল টয়লেটেই। একই ছবিতে অক্ষয়ের সঙ্গে রয়েছেন ভূমি পেডনেকার।

এ দিন ছবি পোস্ট করে অক্ষয় লিখেছেন, ‘ভূমি আর আমার তরফ থেকে সুপ্রভাত। টয়লেট এক প্রেম কথা-র সেট থেকে এই ছবি পাঠাচ্ছি। আপনাদের সকলের শুভ কামনা চাইছি।’

Advertisement

এর আগে ‘দম লাগাকে হাইসা’ ছবিতে নজর কেড়েছিলেন ভূমি। এর পর এ ছবিতেও তাঁর পারফরম্যান্স দেখার অপেক্ষায় থাকবেন দর্শক।

ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

আরও পড়ুন, ‘অ্যায় দিল…’-এর এই নায়িকা প্রেগন্যান্ট?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement