Anirban Bhattcharya Controversy

ফেডারেশন-পরিচালক মামলা খারিজ হতেই অভিনয়ে অনির্বাণ! কার ছবিতে কোন ভূমিকায় ফিরছেন অভিনেতা?

গুঞ্জন, ফেডারেশনের বিরোধিতা করার জন্যই সংগঠনের সভাপতির বিরাগভাজন হয়েছিলেন। সেই পর্ব মিটতেই ফের প্রত্যাবর্তন তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৮
Share:

সৃজিত মুখোপাধ্যায়ের ‘শরৎচন্দ্র’ অনির্বাণ ভট্টাচার্য? ফাইল চিত্র।

ফেডারেশন-পরিচালকদের মামলা খারিজ আখেরে শাপে বর হল? গত এক সপ্তাহ ধরে টলিপাড়ার অন্দরের গুঞ্জন, অনির্বাণ ভট্টাচার্য অভিনয়ে ফিরতে চলেছেন! তাঁকে ফেরাচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, প্রযোজক রানা সরকার এবং এসভিএফ। সব ঠিক থাকলে পরিচালকের আগামী ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-তে অনির্বাণ নামভূমিকায়। তিনি নাকি বড়পর্দার ‘শরৎচন্দ্র’।

Advertisement

আরও খবর, ১৩ জন পরিচালকের উপর থেকে ফেডারেশনের কোপের খাঁড়া সরাতেই নাকি শেষমুহূর্তে মামলায় যুক্ত হয়েছিলেন প্রযোজক রানা। তাঁর লক্ষ্য ছিল, পরিচালক, অভিনেতাদের আবার কাজে ফেরানো। প্রসঙ্গত, ‘পথের দাবী’ প্রকাশের ১০০ বছর পূর্ণ হবে আগামী বছরের ৩১ আগস্ট। সেই উপন্যাস, সেই সময়কাল কিংবা শাসকের বিরুদ্ধাচারণ আজও কী ভাবে ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেয়— এই বিষয়গুলোকে পটভূমিকায় রেখে সৃজিতের আগামী ছবি।

গুঞ্জনের সত্যতা যাচাই করতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল পরিচালক এবং প্রযোজকের সঙ্গে। সৃজিতের তরফ থেকে কোনও সাড়া মেলেনি। প্রযোজক রানা বলেছেন, “অভিনেতা নির্বাচন নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অনির্বাণের কথা ভাবা যেতেই পারে। তবে সবটাই হবে ফেডারেশনের অনুমতি-সাপেক্ষে।”

Advertisement

ফেডারেশন-পরিচালক কাজিয়া বহু বছরের। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে কেন্দ্র করে গত বছর থেকে তা চরম আকার ধারণ করে। গত বছরের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সাময়িক বিরতি ঘটলেও দ্বন্দ্ব ফের মাথাচাড়া দেয় চলতি বছরের শুরুতেই। পরিচালক বিদুলা ভট্টাচার্য ফেডারেশনের বিরুদ্ধে হাই কোর্টে মামলা দায়ের করেন। পরে তাঁকে সমর্থন জানান তেরো জন পরিচালক। তাঁদের অন্যতম অনির্বাণ।

ফেডারেশনের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার পরেই একের পর এক কাজ বন্ধ হয়ে যায় অভিনেতার। পরিচালনা, অভিনয়— কোনও কিছুই করতে পারছিলেন না। সম্প্রতি ‘হুলিগানইজম’ ব্যান্ড তৈরি করেছেন অনির্বাণ-সহ এই প্রজন্মের একঝাঁক অভিনেতা, গায়ক। অনির্বাণ যুক্ত থাকায় ব্যান্ডের নতুন গানের শুটিং শেষমুহূর্তে বাতিল হয়ে যায়, এমনও শোনা গিয়েছিল সে সময়।

সেখানেও সুখবর। শোনা যাচ্ছে, অনির্বাণদের ব্যান্ডের নতুন গান মুক্তি পাচ্ছে পুজোর আগেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement