বিয়ের পরে কি ছবি থেকে দূরত্ব বাড়ছে?

গত বছর লাগাতার কাজ করেছেন অনুষ্কা। ‘পরি’, ‘সুই ধাগা’ এবং ‘জ়িরো’। ‘‘তিন বছর ধরে টানা কাজ করে যাচ্ছি। প্রতিটা চরিত্রের জন্য আলাদা প্রস্তুতি নিতে হয়েছে। সেটা কম পরিশ্রম নয়,’’ মন্তব্য নায়িকার।

Advertisement
শেষ আপডেট: ১৫ মে ২০১৯ ০০:২০
Share:

অনুষ্কা শর্মা।

গত বছর তাঁর ছবি ‘জ়িরো’র বক্স অফিসে ভরাডুবি হয়েছিল। তার পর থেকে অনুষ্কা শর্মাকে আর কোনও ছবিতে দেখা যায়নি। নিজের প্রযোজনাতেও ছবি করছেন না এখন। অভিনেত্রী বলেছেন, ‘‘শুধু মাত্র ফাঁকা সময় ভরানোর জন্য ছবি করার প্রয়োজন নেই। কেরিয়ারে এমন একটা জায়গায় পৌঁছেছি, যখন অভিনেত্রী হিসেবে আমার জায়গাটা নিরাপদ।’’

Advertisement

গত বছর লাগাতার কাজ করেছেন অনুষ্কা। ‘পরি’, ‘সুই ধাগা’ এবং ‘জ়িরো’। ‘‘তিন বছর ধরে টানা কাজ করে যাচ্ছি। প্রতিটা চরিত্রের জন্য আলাদা প্রস্তুতি নিতে হয়েছে। সেটা কম পরিশ্রম নয়,’’ মন্তব্য নায়িকার। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার ধকলও সামলান। তাঁর কথায়, ‘‘অনলাইন প্ল্যাটফর্ম আর বড় পর্দার জন্য একসঙ্গে প্রযোজনা করছি। অভিনেতা হিসেবে পর্দার সামনে যে কাজগুলো করতে হয়, তার সঙ্গে প্রযোজক হিসেবে পর্দার পিছনের কাজটাও কিছু কম নয়। তবে বিহাইন্ড দ্য সিন আমি কী করি, সেটা সবার জানার দরকার নেই।’’

বিরাট কোহালির সঙ্গে বহু টুরেও গিয়েছেন তিনি। সামনেই আসছে বিশ্বকাপ। সেই জন্যেই কি বিরতি? অনুষ্কা স্বভাবতই নীরব।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement