মালাইকার পথ চেয়ে

আর কি নতুন করে আরবাজের জীবনে ফিরতে পারেন মালাইকা? সম্ভাবনা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও ডিভোর্স ফাইল হয়ে গিয়েছে গত নভেম্বরে, কিন্তু আরবাজকে সদ্য একটি ইন্টারভিউয়ে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি কিন্তু কথাটা উড়িয়ে দেননি।

Advertisement
শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৭ ০০:২৫
Share:

আর কি নতুন করে আরবাজের জীবনে ফিরতে পারেন মালাইকা? সম্ভাবনা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও ডিভোর্স ফাইল হয়ে গিয়েছে গত নভেম্বরে, কিন্তু আরবাজকে সদ্য একটি ইন্টারভিউয়ে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি কিন্তু কথাটা উড়িয়ে দেননি। বরং বলেছেন, মিটমাটের ব্যাপারটা শুরু করতে গেলে, আর দেরি নয়, এখনই করতে হয়। এ দিকে যে শোনা যায়, ইয়েলো মেহরা নামে এক রেস্তরাঁর মালিকের সঙ্গে দিব্যি জমিয়ে ডেটিং করছেন তিনি! এটা নাকি স্রেফ গুজব, অন্তত আরবাজ তেমনই বলেছেন। আর, রোমেনিয়ান-তন্বী আলেকজ্রান্দ্রিয়া? ইনস্টাগ্রামে যাঁর সঙ্গে আরবাজের প্রায়ই ছবি দেখা যাচ্ছে! ‘ও তো বন্ধু’, সাফ জবাব আরবাজের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement