Yalini Chakraborty Acting Rumour

বাবা নয়, মায়ের পথে হাঁটছে মেয়ে! মাত্র ১ বছর বয়সেই অভিনয়ে রাজ-শুভশ্রীর কন্যা ইয়ালিনি?

কিছু দিন আগে অভিনেত্রী মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ফ্যাশন শুট করতে দেখা গিয়েছে ‘রাজ’কন্যাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১২:২৫
Share:

রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মেয়ে ইয়ালিনি অভিনয়ে? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন দুই আগে আনন্দবাজার ডট কমকে সাক্ষাৎকার দেওয়ার সময় পরিচালক রাজ চক্রবর্তী আভাস দিয়েছিলেন, শীঘ্রই বড় খবর দিতে চলেছেন। বৃহস্পতিবার রাত থেকে জোর গুঞ্জন, ‘রাজ’-কন্যা ইয়ালিনি চক্রবর্তী নাকি অভিনয়ে! একরত্তিকে কোথায় দেখা যাচ্ছে? টেলিপাড়া বলছে, রাজের প্রযোজনা সংস্থার ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ দিয়েই নাকি বিনোদন দুনিয়ায় প্রবেশ ঘটেছে তার। মাত্র এক বছর বয়েসে সে অভিনেত্রী মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পথে পা বাড়িয়েছে!

Advertisement

রাজ-শুভশ্রীর মেয়ে অভিনয়ে, এই গুঞ্জন সমাজমাধ্যমে ছয়লাপ হতেও বেশি সময় নেয়নি। তার কারণও আছে। অতি সম্প্রতি, মায়ের সঙ্গে মেয়েকে ফ্যাশন শুট করতে দেখা গিয়েছে। সেই শুটিংয়ের নানা ছবি, টুকরো ভিডিয়ো বলছে, ছোট্ট হলে কী হবে, ক্যামেরা দেখে একটুও ভয় পায়নি সে। বরং তাল মিলিয়ে সকলের সঙ্গে শুটিং করেছে। কন্যে যদি বাবার প্রযোজিত ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় পা রাখে, তাতে অবাক হওয়ার কী আছে!

এ বার প্রশ্ন, হঠাৎ কেন এমন গুঞ্জন ছড়ালো?

Advertisement

‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে সত্যিই এক শিশুশিল্পীকে দেখা যাচ্ছে। কখনও সে ধারাবাহিকের নায়িকা উষসী রায়ের কোলে। কখনও ধারাবাহিকের অন্যতম অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী তাকে কোলে নিয়ে ঘুরছেন। শিশুটির মুখের আদলের সঙ্গে ইয়ালিনির মুখের আদলের নাকি মিল খুঁজে পেয়েছে টেলিপাড়া। সেই সাদৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বেশির ভাগ মানুষ ধরে নিয়েছেন 'রাজ'-কন্যার অভিষেক ঘটেছে।

সত্যিই ইয়ালিনি অভিনয়ে? জানতে আনন্দবাজার ডট কম কথা বলেছিল ধারাবাহিকের নায়িকা উষসীর সঙ্গে। তিনি বলেছেন, “যে শিশুটিকে নিয়ে এই গুঞ্জন, তার নাম শিবা। ও কিন্তু ছেলে। বয়স এক বছর ছয় মাস। ওর সঙ্গে কী করে সকলে ইয়ালিনির মুখের মিল খুঁজে পাচ্ছেন, জানি না।” শিবার সঙ্গে ইতিমধ্যেই নায়িকার ভাব হয়ে গিয়েছে। “‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে রণবীর কপূরের নাম ছিল শিবা। আমি তাই মজা করে বলি, আমরা ছোট পর্দার ‘ব্রহ্মাস্ত্র’ জুটি!” সহ-অভিনেতা সম্পর্কে রসিকতা করেছেন উষসী।

এই গুঞ্জন কি কানে গিয়েছে রাজ-শুভশ্রীর? শুভশ্রী শুনেছেন কি না জানা যায়নি। রাজ জেনেছেন আনন্দবাজার ডট কম মারফত। তাঁর সাফ জবাব, “এ রকম কিছুই হচ্ছে না। কেউ মিথ্যে খবর ছড়িয়ে ইয়ালিনির নামে।” তবে এর আগে তিনি বলেছিলেন, “আমার দুই ছেলেমেয়ে বড় হয়ে যা হতে চাইবে সেটাই হবে। এ বিষয়ে ওদের পূর্ণ স্বাধীনতা দেব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement